স্টাফ রিপোর্টার।
“বহু ভাষায় শিক্ষা প্রসার: পারস্পরিক সমঝোতা ও শান্তির জন্য সাক্ষরতা” প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় গাজীপুরের কালীগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে একটি বর্নাঢ্য র্যালী উপজেলা পরিষদের সামনে থেকে বের করা হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. ইমাম রাজী টুলু এর সভাপতিত্বে ও উপজেলা শিক্ষা কর্মকর্তা নুরুন নাহার এর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মো. বেলাল হোসেন সরকার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শাহাদৎ হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সবুজ হাওলাদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জহির উদ্দিন প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিকস মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।