মুন্সীগঞ্জ প্রতিনিধি - মুন্সীগঞ্জে আলোচিত মিরকাদিম পৌর শ্রমিক লীগের সহ-সভাপতি মো. জিল্লুর রহমানকে হত্যার ঘটনায় পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র শহিদুল ইসলামকে প্রধান আসামি করে ২১ জনের বিরুদ্ধে মামলা করা দীর্ঘদিন পলাতক আসামি সম্পদ আজ রবিবার ০৮ সেপ্টেম্বর বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির হলে তাকে কারাগারে পাঠানো নির্দেশ দেন আদালত।
এ হত্যার ঘটনায় নিহতের স্ত্রী রেহানা বেগম মামলাটি করেন। ইতিপূর্বে রবিবার (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সকালে পৌরসভার টেঙ্গর এলাকার রিকাবীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশে কিশোর গ্যাংয়ের মাস্টামাইন্ড সাবেক মেয়র শহিদুল ইসলাম শাহিনের নেতৃত্বে কিশোর গ্যাংয়ের প্রকাশ্যে হামলায় জিল্লুর রহমানকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত জিল্লুর রহমান নৌকা প্রতীকের প্রার্থী মৃণাল কান্তি দাসের সমর্থক ছিলেন।