মোজাম্মেল হক বীরগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় ধাপগুলোর অন্যতম প্রধান ধাপ হলো সাক্ষরতা অর্জন। এটি একটি মৌলিক, মানবীয় অধিকার এবং সকল শিক্ষার ভিত্তি । সাক্ষরতার উপযুক্ত ব্যবহার ব্যক্তির জ্ঞানার্জনের দ্বারা উন্মুক্ত করে, জীবন যাপনের জ্ঞান ও কৌশল অর্জন করতে সাহায্য করে যায় দরুণ ব্যক্তি সামাজিক, রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক কাজে নিজেকে অধিকতর সক্রিয়ভাবে যুক্ত করতে পারে যা উন্নয়নের পূর্বশর্ত। ৮সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস, যার যাত্রা শুরু হয় ১৯৬৬ সালে। তারই ধারাবাহিকতায় দিনাজপুরের বীরগঞ্জে ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের মাহানপুর গ্রামে গুড নেইবারস্ বাংলাদেশ বীরগঞ্জ সিডিপির আয়োজনে সিডিপির হল রুমে আলোচনা সভা ও আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয়েছে। ৮ সেপ্টেম্বর রবিবার সকাল ১০ টায় বীরগঞ্জ সিডিপির প্রোগ্রাম অফিসার সাইফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গুড নেইবারস্ বাংলাদেশ হেড অব নর্দান এরিয়া সীমান্ত চিসাম, বীরগঞ্জ সিডিপির এরিয়া ম্যানেজার তুষার লিউ ক্রুশ, বীরগঞ্জ সিডিপির সভাপতি প্রফুল্ল কর্মকার, মাহানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ সহ আরো অনেকে ।
অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বীরগঞ্জ সিডিপির সু-প্রতিবেশী সমবায় সমিতির সভানেত্রী তাহমিনা বেগম ও গীতা রানী রায়।