সুরুজ্জামান রাসেল
গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর সাংবাদিক ইউনিটির আয়োজনে আনন্দ ভ্রমন অনুষ্ঠিত হয়েছে। রোববার (০৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় গাজীপুর সিটি কর্পোরেশনের ৩০নং ওয়ার্ড কানাইয়া নৌ-ঘাট থেকে নৌকা যোগে ঢাকা জেলার ৩০০ফিট দিকে রওনা হন গাজীপুর জেলার এই সাংবাদিক সংগঠন।
গাজীপুর সাংবাদিক ইউনিটির আনন্দ ভ্রমন-২০২৪ দিনব্যাপী মনোরম পরিবেশে আয়োজিত আনন্দঘন এ নৌ যাত্রায় গান, আড্ডা ও খোশগল্পে মেতে উঠেন বিভিন্ন জাতীয় দৈনিক এবং স্থানীয় দৈনিকসহ টিভি ও অনলাইন কর্মরত সাংবাদিকবৃন্দ।
এ সময় গাজীপুর সাংবাদিক ইউনিটির সদস্য সচিব মোঃ হাইউল উদ্দিন খানের সভাপতিত্বে আনন্দ ভ্রমনে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মো: আব্দুর রশীদ মিয়া, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান টেলিভিশনের গাজীপুর জেলা প্রতিনিধি রনি সরকার, সাংবাদিক নাসির উদ্দিন, সাংবাদিক আব্দুল আলী, সাংবাদিক সারোয়ার আলমসহ প্রমুখ।
সার্বিক সহযোগীতায় ছিলেন গাজীপুর সাংবাদিক ইউনিটির আহবায়ক কমিটির সদস্য সাংবাদিক মো. রাকিব হোসেন, সদস্য সাংবাদিক মোল্লা রশিদ, সদস্য সাংবাদিক সুব্রত দাস।