মো: মোসলেম উদ্দিন সিরাজী
শাহজাদপুর উপজেলা প্রতিনিধি
তারিখ: ০৯/০৯/২০২৪ ইং
সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা সংলগ্ন গোলচত্বরের পার্শ্বে থেকে অভিনব কায়দায় ফলের ক্যারেটে থেকে ১৯৮ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১২ সিরাজগঞ্জ কোম্পানির অভিযানিক দল।
গ্রেফতারকৃত আসামি মো. মিজানুর রহমান (২৭), ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার খোটসিঙ্গা ইউনিয়নের একান্নপুর গ্রামের মো. বাবুল হোসেন ছেলে।
সোমবার (০৯ সেপ্টেম্বর) সকালে লিখিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছেন র্যাব-১২, সদর কোম্পানী কমান্ডার লেঃ এম আবুল হাশেম সবুজ।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মো. মারুফ হোসেন বিপিএম, পিপিএম, অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় এবং র্যাবের গোয়েন্দা শাখার সহযোগিতায় গত ৮ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টা দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় মাদকদ্রব্য বহন ও ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল ও ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।