মো: মোসলেম উদ্দিন সিরাজী
শাহজাদপুর উপজেলা প্রতিনিধি
তারিখ: ১০/০৯/২০২৪ ইং
শাহজাদপুর পৌর সদরের পাড়কোলা গুচ্ছগ্রামের ৩টি বাড়ীতে যৌথবাহিনীর সহযোগিতায় অভিযান চালিয়ে ৩টি ওয়ান শুটার পাইপ গান ও ১৯ রাউন্ড গুলি উদ্ধার করেছে থানা পুলিশ।
সোমবার (৯ সেপ্টেম্বর) শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবুজ রানা বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার (৮ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকাল পর্যন্ত পৌর সদরের পাড়কোলা গুচ্ছগ্রামে লেফটেন্যান্ট কর্নেল নাহিদের নেতৃত্বে যৌথবাহিনী মৃত মকবুল হোসেনের ছেলে মো. নজরুল ইসলাম এর বসত বাড়ি থেকে একটি ওয়ান শুটার পাইপ গান ও ৬ রাউন্ড গুলি, মো. শফিকুল ইসলামের ছেলে মো. শাহাদত হোসেন এর বাড়ি থেকে ওয়ান শুটার পাইপ গান ও ৭ রাউন্ড গুলি ও মো. সোলেমান ফকিরের ছেলে মো. ছামাদ আলীর বাড়ী থেকে একটি ওয়ান শুটার পাইপ গান ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, এ বিষয়ে শাহজাদপুর থানায় ৩ জনের নামে নিয়মিত আইনে মামলা দ্বায়ের হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে।