আজ ১০ই সেপ্টেম্বর মঙ্গলবার , ১১৬ বি জাতীয় সড়কের, নন্দকুমার শ্রীধরপুর হাইরোডে তেল ট্যাঙ্কারের মধ্য থেকে ২৫ টি গরু নিয়ে পাচার করার সময়, নন্দকুমার থানার পুলিশের হাতে ধরা পড়লো।
আজ সকাল নটা নাগাদ দীঘার দিক থেকে একটি তেল ট্যাঙ্কার আসতে দেখা যায় , যার সামনে নম্বর প্লেটে কালি লাগানো ছিলো,
সন্দেহ হওয়ায় নন্দকুমার থানার পুলিশ সেটিকে আটকায় এবং জিজ্ঞাসাবাদ করলে কোন সদ উত্তর না পেয়ে গাড়িটিকে আটক করে। পরে সেটির তদন্ত করে জানতে পারে তার মধ্যে গরু রয়েছে।
ড্রাইভার এবং খালাসীকে জিজ্ঞাসা করতে গেলে পালিয়ে যায় , নন্দকুমার থানার পুলিশ সেই গাড়িটিকে আটক করে নন্দকুমার থানায় নিয়ে আসে, সেই ট্যাঙ্কার খুলতেই দেখা যায় তার ভেতরে তেলের বদলে গরু।
তেলের ট্যাঙ্কার থেকে একটি একটি করে ২৫ টি গরু বের করে , তার মধ্যে বেশ কয়েকটি গরু গুরুতর আহত, তাদের সেবা চলছে। তবে কোথা থেকে গরুগুলি আনা হয়েছিল ,এখনো সঠিক কিছু পাওয়া যায়নি। পুলিশ তদন্ত করে দেকচ্ছে।
রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস ।