আজ ১০ ই সেপ্টেম্বর মঙ্গলবার, ঠিক দুপুর সাড়ে তিনটায়, শ্যামবাজার এক নম্বর মেট্রো স্টেশনের উল্টো দিকে, কলকাতা সহ বিভিন্ন জেলার মায়েরা ও ট্রান্স কুইয়ার সহ কয়েকশো মহিলারা , হাতিবাগান থেকে শ্যামবাজার অবস্থান মঞ্চ পর্যন্ত এক মহামিছিল করলেন, এবং বিক্ষোভ ও রাত জাগোর কর্মসূচী নিলেন,
তাহাদের দাবী তিলোত্তমার , খুনিদের বিচার চাই , স্বাস্থ্য ব্যবস্থায় যে দুর্নীতির সিন্ডিকেট তৈরি হয়েছে, অবিলম্বে মুক্ত করতে হবে, মেয়েদের কর্ম ক্ষেত্রে সরকারের পশ্চাত্পদ ফতোয়ার বিরুদ্ধে আমরা এবং সকলে নিরাপত্তার দাবীতে আমরা এই বিক্ষোভ রাত সাড়ে তিনটা পর্যন্ত চালিয়ে যাব।, সরকার মেয়েদের কাজের জায়গায় যে আইন করেছে আমরা মেনে নেব না , সরকারকে সকলের নিরাপত্তা দিতে হবে, আমাদের মেয়েরা যেমন নিয়মে কাজ করছিল করবে।, কোন বাহানা ও নিয়ম চলবে না।। ১৪ তারিখের ঘটনার অবিলম্বে দোষীদের সামনে আনতে হবে।, যাহারা আমাদের মেয়ের মৃত্যুকে মিথ্যা বলে চালানোর চেষ্টা করেছিল, তাদেরও শাস্তি দিতে হবে।
তাই আজ এই তিলোত্তমা প্রাঙ্গণ থেকে আমরা দাবী তুলতে চাই, তিলোত্তমার বিচার চাই, এই মঞ্চে বিভিন্ন বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন তিলোত্তমার সহকর্মী, সমাজসেবী, শিল্পী, কবি, সহ অন্যান্যরা
তিলোত্তমা প্রাঙ্গনে, শুধু বিক্ষোভী নয়, তাহারা নাচে গানে কবিতায় এবং ছবি আঁকার মধ্য দিয়ে বিদ্রোহের শূর তুলেন, এবং একটি মডেলের মধ্য দিয়ে তারা তুলে ধরে, দেশের নর পশুদের কাহিনী, কিভাবে তারা একটা নারীর উপর পাশবিক অত্যাচার করতে পারে, এবং মেরে ফেলে, সব রকমের উপস্থাপনার মধ্য দিয়ে এই রাত জাগো কর্মসূচী মহিলা মায়েরা পালন করছেন, এবং বলেন যতদিন না তার মেয়ের দোষীদের সঠিক বিচার হবে, আমরা মা হয়ে মেনে নেব না, আমরা শুধু তিলোত্তমার মা নয় আমরা সবার মা,
সবার মনে পূজোর আনন্দ থাকলেও, সেই পুজোর ক'দিনটা হবে আমাদের বিষাদের।
রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায় , কলকাতা,