মোঃ আব্দুল গফুর শিকদার
ভোলা জেলা প্রতিনিধি,
ভোলা মনপুরা উপজেলা ৫ নং কলাতলী ইউনিয়নে পশু হাসপাতাল না থাকায় প্রতি বছর মারা যায় লক্ষ টাকার গবাদি পশু, আজ বুধবার সকাল ৮ ঘটিকার সময়।
৫ নং কলাতলী ইউনিয়নের,
৩নং ওয়ার্ডের প্রতিনিধি,জনাব ,
মোঃ গিয়াস উদ্দিন, মেম্বারের ফুটফুটে সুন্দর একটি গাভীর বাচ্চুর ডায়রিয়া রোগে মারা যায় ।যাহা বর্তমান বাজার ৩০ থেকে ৩৫ হাজার টাকা মূল্যে রয়েছে তিনি বলেন এখানে
গবাদি পশুর হাসপাতাল না থাকায় আমরা প্রতি বছর এই কলাতলী তে গরু, ছাগল, ভেড়া ও মহিষ সহ অনেক টাকার গবাদি পশু হারায় তে হয় , এবং অসহায় ও গরিব মানুষের কান্না ভেঙে পড়ে, তাই আমরা প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষন।
কামনা করছি।
কলাতলী গবাদি পশু মৃত্যু থেকে রক্ষা করার জন্য, একটি হাসপাতাল ও ডাক্তারের ব্যবস্থা করা অতি গুরুত্বপূর্ণ ।
৫ নং কলাতলী নতুন ইউনিয়ন হওয়ার পর এখন পর্যন্ত কোনো পশু হাসপাতালে কোন ডাক্তার কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না অতি গুরুত্বপূর্ণ এই ইউনিয়নে ১টি পশু হাসপাতাল দেওয়া দরকার এবং স্থায়ীভাবে একজন ডাক্তার থাকলে তাহলে মানুষের গবাদি পশুর রক্ষা করা যেতে পারে তারা এই ৫নং কলাতলী ইউনিয়ন থেকে মনপুরা হাসপাতাল আনতে মেঘনা নদীর পথে যে কোন গবাদি পশু মারা যেতে পারে।