এস এম রমজান আলী, বান্দরবান প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন , রাষ্ট্র গভীর সংকটের মধ্যে আছেন। গত ১৬ বছরে ১১ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। যতদিন না পর্যন্ত আমরা দুর্নীতি বন্ধ করতে পারছি ততদিন পর্যন্ত আমাদের সাবির্ক উন্নয়ন সম্ভব হবে না। যেখানে চাঁদাবাজি, টেন্ডারবাজি, ঘুষ বাণিজ্য, নিয়োগ বাণিজ্য ঠিক সেখানেই ছাত্র-নাগরিক থেকে প্রতিবাদ অব্যাহত রাখতে হবে।
বুধবার (১১ সেপ্টেম্বর) বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে মতবিনিময় সভায় এসব কথা জানান তিনি।
শেখ হাসিনা সরকারের বিরোধিতা করে হাসনাত আব্দুল্লাহ জানান, বিগত সরকারের সময়ের সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সেবাদান প্রতিষ্ঠানগুলোর ওপর এখন মানুষের আস্থা নেই। মানুষের বিচারব্যবস্থা ও সংসদের ওপর কোনো আস্থা নেই। যতদিন না পর্যন্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো মানুষের আস্থায় আসছেন ততদিন পর্যন্ত আমাদের রাষ্ট্র পুনর্গঠনের কাজ শেষ হবে না।