মোঃ আফতাবুল আলম
রাজশাহী
আজ বুধবার ১১/৯/২০২৪ তারিখে রাজশাহী মোহনপুর উপজেলায় গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ বৃদ্ধির লক্ষ্যে সাতশত জন কৃষকের মাঝে বিনামূল্যে পেঁয়াজ বীজ ও সার বিতরণ করেন মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা। পেঁয়াজ চাষ বৃদ্ধির লক্ষ্যে সাধারণ কৃষকদের মাঝে পেঁয়াজের বীজ বিতরণ করা হয়। সাধারণ কৃষক পেঁয়াজের বীজ ও সার পেয়ে মহা খুশি।কৃষকরা বলেন এক কেজি পেঁয়াজের চারা এক বিঘা জমিতে রোপন করা যাবে। আজকে আমরা যে ৭০০ জন কৃষক ৭০০ কেজি পেঁয়াজের বীজ পেয়েছি সেই বীজ গুলো সাতশত বিঘা সম্পত্তিতে পেঁয়াজ রোপন করা যাবে। এতে যেমন দেশের পেঁয়াজের ঘাটতি কমবে তেমনি সাধারণ মানুষ পেঁয়াজ কম দামে কিনে খেতে পারবে। ও আমরা সাধারণ কৃষকরা পেঁয়াজ উৎপাদন করে বাজারে বিক্রয় করে কিছু মুনাফা পাবো তাতে যেমন দেশের মানুষ উপকৃত হলো ঠিক তেমনিভাবে আমরা সাধারণ কৃষক সরকারের কাছ থেকে বিনামূল্যে পেঁয়াজ বীজ পেয়ে আমরাও উপকৃত হলাম। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম , প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা ,অতিরিক্ত কৃষি অফিসার এম এ মান্নান, বিশেষ অতিথি ছিলেন মোহনপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) এম হাননান , যুব উন্নয়ন কর্মকর্তা ,সঈদ আলী রেজা
মহিলা বিষয়ক কর্মকর্তা বন্দনা সাহা সহ উপজেলার কৃষকবৃন্দ । কৃষি অফিস সূত্রে জানা যায় সাতশত জন কৃষককে দশ কেজি এমওপি ও দশ কেজি ডিএপি বরাদ্দ দেয়া হয় এবং প্রতিজন কৃষককে এক কেজি করে পেঁয়াজের বীজ দেয়া হয়। মোট সাতশত কেজি পেঁয়াজ বীজ সাতশত বিঘা জমিতে রোপন করা যাবে। এতে পেঁয়াজের ঘাটতি অনেকাংশে কমে যাবে