স্টাফ রিপোর্টার আতিকুর রহমান আতিক কালিহাতী, টাঙ্গাইল
তথ্য প্রদানকারী মোঃ লিটন আহমেদ জানাই যে, গত ০৩ আগস্ট ২০২৪ ইং তারিখে বিকাল ৫:৩০ ঘটিকার সময় ফোন কলে কবিরকে ঢেকে নিয়ে আসে তারপর রাত্রি আটটা থেকে নয়টার মধ্যে তার স্ত্রী তাকে ফোন করেন তখন তার ফোন বন্ধ দেখায় এবং সে চিন্তায় পড়ে।কবিরের বাবা ও মাকে জানায় রাত ১১:৩০ মধ্যে সকল বন্ধু বান্ধব আত্মীয়-স্বজনদের কাছে জানাজানি করা হয় কোথাও কবিরের খোঁজ পাওয়া যায় নি। অনুমানিক পরের দিন সকাল ৯:০০ থেকে ১০টার মধ্যে খবর আসে একটি মোটরসাইকেল রক্ত মাখা মাথার মগজ পরে আছে নাগবাড়ি দোয়ানী পাড়া ব্রিজের ওপর। এইক্ষণে সাথে সাথে কবিরের পরিবার বাবা-মা ও তার স্ত্রী ঘটনাস্থলে চলে আসে। তারা সনাক্ত করেন মোটরসাইকেলটি কবির হোসেনের তখনো জানা যায়নি কবিরের লাশ কোথায়। আনুমানিক বিকেল চারটা থেকে পাঁচটার মধ্যে নাগবাড়ী দুয়ানী পাড়া ব্রিজের নিচে লাশ পাওয়া যায় তাঁকে দেশীয় অস্ত্র ধারা কুপিয়ে হত্যা করা হয়। পরে ব্রিজের নিচে পানিতে ফেলে চলে যায় হত্যাকারীরা তার পর পুলিশ নিয়ে যায় ময়নাতদন্তে তার একটি মামলা করা হয় কালিহাতী থানায় মামলার ১মাস বেরিয়ে গেলেও ধরা পড়েনি কোন আসামি। কবির হোসনের পরিবার ও এলাকাবাসীর দাবি যাতে করে আসামিরা অতি দ্রুত ধরা পড়ে এবং দৃষ্টান্তমূলক শাস্তি হয় সেই আশাই ব্যক্ত করেছে।