জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ,জগন্নাথপুর উপজেলা শাখার ত্রি বার্ষিক কাউন্সিল অধিবেশন আজ জগন্নাথপুর হাসপাতালস্থ নির্জাস কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। কাউন্সিল বাস্তবায়ন কমিটির আহবায়ক মাওলানা সৈয়দ মাসরুর আহমদ কাসিমীর সভাপতিত্বে এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে অত্যন্ত দক্ষতা ও বিচক্ষণতার সাথে দায়িত্ব পালন করেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জেলা জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা তাফাজ্জুল হক আজিজ।নির্বাচন কমিশনারের সহযোগিতায় ছিলেন, জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা তৈয়বুর রাহমান চৌধুরী, জগন্নাথপুর উপজেলা জমিয়তের উপদেষ্টা মাওলানা শায়খ জমির উদ্দিন, জেলা অফিস সম্পাদক মাওলানা রমজান হোসাইন।
এতে সাংবিধানিক পদ্ধতিতে উপজেলা জমিয়তের নির্বাহী কমিটির সকল সদস্য ও ইউনিয়ন জমিয়তের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদকের গোপন মতামতের ভিত্তিতে আগামী ৩বছরের জন্য সভাপতি মাওলানা সৈয়দ মাসরুর আহমদ কাসিমী, সাধারণ সম্পাদক মাওলানা মুতিউর রাহমান ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রাহমান জুয়েলকে নির্বাচিত করা হয়।
কাউন্সিল বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাওলানা মুতিউর রাহমান ও বাস্তবায়ন কমিটির সদস্য মাওলানা সৈয়দ রশিদ আহমদ, সদস্য হাফিজ মাহমুদুল হাসান, সাবেক ছাত্রনেতা সৈয়দ হাবিব ছালেহ এর যৌথ পরিচালনায় কাউন্সিল পূর্ব অধিবেশনে বক্তব্য রাখেন, সিলেট মহানগর জমিয়তের সহ সভাপতি মাওলানা সৈয়দ শামিম আহমদ, জগন্নাথপুর উপজেলা জমিয়তের উপদেষ্টা মাওলানা শায়খ জমির উদ্দিন, জানেশীনে শায়খে কাতিয়া জগন্নাথপুর জমিয়তের উপদেষ্টা মাওলানা হাজি ইমদাদুল্লাহ, ভবেরবাজার টাইটেল মাদরাসার মুহতামীম ও শায়খুল হাদীস মাওলানা রুহুল আমিন, ইউরোপ জমিয়ত নেতা মাওলানা গুলজার আহমদ,
এতে উপস্থিত ছিলেন, মাওলানা শায়খ গিয়াস উদ্দিন কুবাজপুর, মাওলানা আনহার আহমদ হবিবপুর,মাওলানা আব্দুল মালিক ইনাতনগর,মাওলানা লুতফুর রাহমান মোরাদাবাদী, মাওলানা আতাউর রহমান ভবানীপুর, মাওলানা আলী আহমদ, জমিয়ত যুব ও ছাত্র জমিয়তের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ।
ইউনিয়ন প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন, মাওলানা বাহা উদ্দিন পাইলগাও, মুফতি সৈয়দ শামিম আহমদ সৈয়দপুর,
মাওলানা ফখর উদ্দিন পাটলী, মাওলানা মুতিউর রাহমান শাসননবী পৌরসভা, মাওলানা আলী আহমদ চিলাউরা,
হাফিজ শাহিন আহমদ রানীগঞ্জ প্রমুখ।