তৌসিফ রেজা (বিশেষ প্রতিনিধি)
দেশের আকাশে বুধবার (৪সেপ্টেম্বর) পবিত্র মাহে রবিউল আউয়াল এর চাঁদ দেখা গিয়েছে এবং আগামী ১৬ সেপ্টেম্বর সারা দেশে রাষ্ট্রীয়ভাবে ঈদ এ মিলাদুন্নাবী পালন করা হবে। সৈয়দপুরে আঞ্জুমান এ গাউসিয়া দীর্ঘ চার দশকের অধিক সময় ধরে দেশের দ্বিতীয় বৃহত্তম ঈদ এ মিলাদুন্নাবী (সা.) পদযাত্রার আয়োজন করে আসছে। তাদের এই পদযাত্রায় অংশগ্রহণ করেন হাজার নবী প্রেমিক।
এই শোভাযাত্রার শতভাগ সফলতা কামনায় নীলফামারীর সৈয়দপুরে আঞ্জুমান এ গাউসিয়ার সংশ্লিষ্টরা বৃহস্পতিবার(১২ সেপ্টেম্বর) একটি প্রাক প্রস্তুতি আলোচনা সভা আয়োজন করেন।
উক্ত আলোচনাটি শহরের ১০নং ওয়ার্ড সংলগ্ন হাজী তসলিম ম্যানশনের অনুষ্ঠিত হয়। সভায় খলিফা আলহাজ্ব নুরুদ্দীন আশরাফির সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উল্লেখ্য সংগঠনের সাধারণ সম্পাদক আলহাজ্ব তসলিম আশরাফী।
উল্লেখ্য আলোচনা সভায় অংশগ্রহণ করেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত এর বিভিন্ন অঙ্গসংগঠন,খানকাহ,দরবার ও সূফিবাদ সংগঠনের নেতৃবৃন্দরা।
ঈদে মিলাদুন্নাবী (সা.) উদযাপনের নানা শীর্ষক সচেতনতামূলক আলোচনা করেন হাফেজ ও মাওলানা রিজওয়ান আল কাদেরী জিলানী, এছাড়া আগত অতিথিরাও নানা গঠনমূলক পরামর্শ প্রদান করেন।
সকলের পরামর্শর ভিক্তিতে , ঈদে মিলাদুন্নাবী (সা) এর পদযাত্রার পবিত্রতা রক্ষায় নানা পদক্ষেপ গ্রহণ করা হয়।
অনুষ্ঠানের এক পর্যায়ে আঞ্জুমান এ গাউসিয়ার সভাপতি খলিফা আলহাজ্ব নুরুদ্দীন আশরাফি সভার সমাপ্তি ঘোষণা করেন।
হামদ ও নাঁত পরিবেশন করেন আনোয়ার রেজা আশরাফি।