আজ ১৩ ই সেপ্টেম্বর শুক্রবার, মেদিনীপুরের কাঁথি পোস্ট অফিস মোড়ে, একটি পুরানো মামলা সহ আর জি কর কাণ্ডের যারা দোষী তাদের শাস্তি প্রতিবাদ করায়, প্রতিবাদী মহিলাকে হেনস্তা ও পোস্টার ছিঁড়ে দেওয়ার অভিযোগ চশমা ব্যবসায়ী বিরুদ্ধে।
এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়ায় কাঁথি পোস্ট অফিস মোড়,
প্রতিবাদী মহিলা জানিয়েছেন, পোস্টার হাতে একাই কাঁথি পোস্ট অফিস মোড়ে রাস্তার মাঝে বসে ছিলেন বিকেল থেকে, এরপর পাশের ওই এক চশমার দোকানদার মাহেফূজ আলম হঠাৎ করে ওই প্রতিবাদী মহিলার পোস্টার টেনে ছিঁড়ে দেয়, ফলে উভয়ের মধ্যে বচসা শুরু হয়। ফলে উত্তেজনা সৃষ্টি হয়।
বানিয়ে দোকানদার জানাই এই মহিলা রাস্তার মাঝে বসে ছিল, সাইকেল ,গাড়ি ,বাইক, টোটো যেতে অসুবিধার সম্মুখীন হয়। আবার যখন বাইকের সামনে পড়েও যাচ্ছে ,তাতে চোট পেতে পারে ,তাই সকলের কথা ভেবেই এমন পরিস্থিতি শুরু হয়।
কিন্তু মহিলার অভিযোগ, আমাকে জোর করে ছুঁড়ে ফেলে দেয়া হয়েছে এবং পোস্টটা ছিঁড়ে ফেলা হয়েছে। আমি অনেকটা দূরে ছিটকে পড়ি। কেন আমার পোস্টটা ছেড়ে দেয়া হলো। ঘটনা স্থলে কাঁথি থানার পুলিশ ফোর্স নিয়ে হাজির হন এবং তদন্ত করে দেখছেন। মহিলার পাশে স্থানীয় মহিলারাও এসে উপস্থিত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে।
রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস