মোঃ আব্দুল আজিজ ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধিঃ
পাবনার ভাঙ্গুড়ায় দিলাপাশার ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান মো. আব্দুল হান্নানের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগের বিরুদ্ধে মানববন্ধন পালন করেছেন এলাকাবাসী। গতকাল বেলা ১১টার দিকে দিলপাশার ইউনিয়নবাসীর আয়োজনে উপজেলা দিলাপাশার ইউনিয়নের পাছবেতুয়ান এলাকায় এই মানববন্ধন পালন করা হয়। মানববন্ধনে বক্তারা চেয়ারম্যান মো. আব্দুল হান্নানের বিরুদ্ধে আনিত অভিযোগের সমালোচনা করে তা মিথ্যা ও বানোয়াট বাদী করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দিলপাশার ইউপি চেয়ারম্যান মো. আব্দুল হান্নান, উপজেলা আওয়ামীলীগের সর্মথিত অশোক কুমার ষোঘ প্রণোর নৌকা প্রতীকের বিপক্ষে মোটরসাইকেল প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করে বিজয়ী হয়েছিলেন। মূলত তখন থেকেই তৎকালীন আওয়ামী শাসন আমলের এই উপজেলার কর্তৃত্ব স্থানীয় ব্যক্তিদের বিরাগভাজন হয়েছিলেন। সে সময় আওয়ামীলীগের একজন ইউনিয়নের কর্মী হয়ে নৌকা প্রতীকের বাইরে নির্বাচন করায় আওয়ামীলীগ থেকে তিনি বহিষ্কার হয়েছেন। সেউ সুযোগে নির্বাচনের কিছুদিন পর থেকেই কতিপয় ইউপি সদস্যকে ক্ষমতাসীনরা ইন্ধন দিয়ে নানান ভাবে চেয়ারম্যান আব্দুল হান্নানকে হয়রানি করতে থাকেন। বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে আওয়ামী সরকারের পতন হলে সম্প্রতি ওই কতিপয় ইউপি সদস্য আবারও মিথ্য ও বানোয়াট অভিযোগ করে তা প্রচার করে জনমনে বিভ্রান্ত করা অপচেষ্টায় লিপ্ত রয়েছেন যা কম্য নয়।
মানববন্ধনে বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম,৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য আক্কাস আলী, ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য হাবিবুর রহমানসগ প্রমুখ। মানববন্ধানে খাদ্যবান্ধব কর্মসূচীর শতাধিক নারী সুফল ভোগী, স্থানীয় গ্রাম প্রধান, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ঘটনার বিষয়ে ইউপি চেয়ারম্যান মো. আব্দুল হান্নান বলেন,নৌকা প্রতীকের বিরুদ্ধে নির্বাচন করে বিজয়ী হয়ে চেয়ারম্যনের দায়িত্ব নেওয়ার পর থেকেই আমাকে নানাভাবে অভিযোগ ট্যাগ দিয়ে হয় রানি করেছেন আওয়ামীলীগ সরকারের কতিপয় সুবিধাভোগী ইউপি সদস্য। সরকার পতনের পরও তারা একই কায়দায় মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করে আমার ক্ষতির অপচেষ্টায় লিপ্ত আছে যা অত্যন্ত দুঃখজনক।