মোঃ কামরুল হাসান কাজল কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাতি গঠনের কারিগর শিক্ষক ও ওলামা মাশায়েখ দের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৪ সেপ্টেম্বর ) বিকাল আনুমানিক ৪:৫০ ঘটিকায় আদর্শ শিক্ষক পরিষদ ভূরুঙ্গামারী উপজেলা শাখার আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
খামার পত্রনবীশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ ফেরদৌস হোসেন এর সভাপতিত্বে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আজিজুর রহমান স্বপন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী ভূরুঙ্গামারী উপজেলা শাখার আমীর মোঃ আনোয়ার হোসেন, আদর্শ শিক্ষক পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার সেক্রেটারি ইমরান বিন সোলায়মান ফারুক ও জেলা শিক্ষা ও সাংস্কৃতিক বিভাগের সভাপতি রুহুল আমিন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভূরুঙ্গামারী সরকারি কলেজের সহঃ অধ্যাপক আফসার উদ্দিন, সোনাহাট ডিগ্রি কলেজের সহঃ অধ্যাপক আনোয়ার হোসেন আইনি, ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার সহঃ অধ্যাপক মাওলানা মাহবুবুল আলম, মইদাম মহা বিদ্যালয়ের প্রভাষক রুহুল আমিন হামিদ প্রমুখ।
উক্ত সমাবেশে সহ প্রায় চার শতাধিক শিক্ষক ও আলেম ওলামা উপস্থিত ছিলেন।