আজ ১৩ ই সেপ্টেম্বর শুক্রবার, মেদিনীপুর জেলার বেলদা থানার অন্তর্গত, ধনেশ্বরপুর গ্ৰামের স্বদেশ কান্তি বেরার হানা ই ডি দলের,
জানা যায় রেশন দুর্ণীতি সংক্রান্ত বিষয়ে আজ ই ডি এই অভিযান। সকাল এগারোটা ত্রিরিশ নাগাদ ই ডি দল এসে পৌঁছায়, এবং বাড়ির ভেতরে প্রবেশ করেন,
বেশ কিছুক্ষণ সময় কেটে গেলেও বাড়ির বাইরে বের হন নি, সকল সদস্যদের সাথে কথা বলছিলেন, এবং সঠিক কিছুও যানা যায় নি , এমনকি কখন বেরোবেন সেটাও কিছু বোঝা যাচ্ছিল না। বাড়ির সামনে তাহাদের গাড়ি এবং ফোর্স দারিয়ে পাহাড়ায় ছিলেন,
রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস