দীপংকর মল্লিক , বান্দরবান প্রতিনিধি
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালক পদে এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল এর প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদে উচ্চ শিক্ষিত ও অভিজ্ঞ নার্সদের পদায়ন চেয়ে ১ (এক) দফা দাবিতে বান্দরবান নার্সিং কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, বান্দরবান সদর হাসপাতালের নার্সিং কর্মকর্তাবৃন্দ ও ইন্টার্ন নার্সদের অংশগ্রহণে মানববন্ধন।
নার্সদের নিয়ে কটুক্তি করার প্রতিবাদে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের বর্তমান মহাপরিচালক মাকসুরা নূরের পদত্যাগ চেয়ে এক দফা দাবি এবং বিভিন্ন স্লোগানের মধ্যে দিয়ে পালন করা হয় মানববন্ধন কর্মসূচি।
নার্সিং সংস্কার পরিষদ এর কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক, সারাদেশে একযোগে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে ।