১৪ ই সেপ্টেম্বর শনিবার, মেদিনীপুর থেকে হাওড়া গামী ট্রেনে ওঠার চেষ্টা করছিলেন এক বৃদ্ধা, ভোর চারটে দশ নাগাদ লোকাল ট্রেন তখন চালু করে দিয়েছিল, আর সেই সময় কোনক্রমে উঠার চেষ্টা করছিলেন ওই বৃদ্ধা, সবাই উঠে পড়লেও এবং ট্রেনের গতি বেড়ে যাওয়ায় ওই বৃদ্ধা ওঠার সময় প্রায় চাকা তলায় পড়ে যাচ্ছিলেন। তাকে ছুটে এসে বাঁচানো চেষ্টা করলেন রেল পুলিশের কর্তব্যরত এক মহিলা কনস্টেবল, সাক্ষাৎ ঈশ্বরের দূতের মতো ছুটে এলেন এবং কুল পাজা করে মৃত্যুর মুখ থেকে ছিনিয়ে আনলেন, প্রাণী বাজলেন মহিলা, পুরো ঘটনাটি মুহূর্তে ধরা পড়লো সিসিটিভিতে।
চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মেদিনীপুর স্টেশনে, মেদিনীপুর হাওড়া ডাউন লোকাল ট্রেনে করে কোথাও যাওয়ার চেষ্টা করছিলেন ওই বৃদ্ধা, ট্রেনটি এক নম্বর প্লাটফর্ম থেকে তখন ছাড়ছিলেন, সেই সময় ওই বৃদ্ধা প্রাণপণে ওই ট্রেনে ওঠার চেষ্টা করছিলেন, যত চেষ্টা করছিলেন উঠার ট্রেনের গতি তত বাড়তে থাকে, তিনি কোনভাবে বগীর হাতল ধরে ফেলেছিলেন, শেষে ছুটতে না পেরে হাতল ধরা অবস্থাতেই ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন বৃদ্ধা, যদি ওই কন্সটেবল ওই সময় ছুটে না আসতেন হয়তো চলন্ত ট্রেনের ফাঁকেই পড়ে যেতেন, এবং নির্ঘাত মৃত্যু ঘটতে পারতো।
দূর থেকে বিষয়টি বুঝতে পেরে গিয়েছিলেন ওই লেডি কনস্টেবল এস বিশ্বাস, প্রচন্ড গুড় দিয়ে ছুটতে ছুটতে এসে একেবারে কোন পূজা করে ধরে নেন বৃদ্ধাকে, এবং হাত ধরে তার হাতলটি ছাড়ানোর চেষ্টা করেন, এই দৃশ্য দেখে বাকিরা ও দ্রুত ছুটে আসেন উদ্ধারের চেষ্টায়।
ঘটনায় প্রত্যক্ষদর্শী স্টেশনের অন্যান্যরা ও রেলওয়ে কর্মী আধিকারিক সকলেই ঈশ্বরের দূত বলে মনে করছেন ওই লেডি কনস্টেবল কে, তাহার তৎপরতায় প্রাণ প্লেন এক বৃদ্ধা। এবং কনস্টেবল এস বিশ্বাসকে স্টেশনের উপস্থিত যাত্রীরা ধন্যবাদ জানিয়েছেন। এমনকি রেলওয়ে আধিকারিকদের কাছেও তিনি সম্মান কুড়ালেন।
এই ধরনের প্রাণে বাঁচানোর ঘটনা মেদিনীপুর স্টেশন এর আগেও বেশ কয়েকবার দেখা গিয়েছে রেলওয়ে পুলিশ কর্মীদের তৎপরতায়, সম্মানিত হয়েছেন রেলকর্তাদের কাছে, এবার সম্ভবত সেই তালিকায় স্থান পেলেন দুর্ধর্ষ সাহসী কনস্টেবল এস বিশ্বাস।
রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা