মোস্তাক আহমেদ (বাবু) রংপুর।
রংপুর বিভাগের নীলফামারী জেলায় নার্সদের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
রংপুর বিভাগের নীলফামারীতে নার্সদের নিয়ে জঘন্য কটুক্তি করায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহা পরিচালক মাকসুরা নূরের পদত্যাদের দাবিতে নীলফামারী জেলার জলঢাকায় অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ করেছে কর্মরত নার্স কর্মকর্তারা। একই সাথে নার্সিং এর মহাপরিচালক সহ সকল পদে নার্সদের পদায়নের দাবি জানিয়েছেন তারা । বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বরে সিনিয়র স্টাফ নার্সরা যৌথভাবে এ কর্ম- সূচি পালন করেন। ঘন্টাব্যাপী কর্মসূচি পালনকালে তাদের দাবিদাওয়া মেনে নেয়ার আহবান জানিয়ে বক্তব্য দেন নার্সিং সুপারভাইজার তোছাদ্দেকুল ইসলাম,অন্ত বিভাগের ইনচার্জ সাবিনা ইয়াসমিন,সিনিয়র স্টাফ নার্স সুমন ইসলাম ও মনিবুর রহমান সহ সকল নার্স ও মিডওয়াইফ কর্মকর্তা- বৃন্দ।
উল্লেখ্য যে,,বক্তারা বলেন,নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহা পরিচালক মাকসুরা নূর নার্সদের সম্পর্কে জঘন্য কটুক্তি করেছে। আজকের এই সমাবেশ থেকে অবিলম্বে তার পদত্যাগ দাবি জানাচ্ছি।