1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
সরকারি রাস্তার দুপাশ দখল করে সীমানা প্রাচীর ও বাড়ি নির্মাণের অভিযোগ - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০২:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নওগাঁ পৌরসভার ০৩ নং ওয়ার্ডের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত গোপালগঞ্জের কাশিয়ানীর-মহসড়কে দূর্ঘটনায় নিহত -১ মোহনপুর উপজেলা এিমহনী মোড়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাউজানে নূর-এ মোস্তফা গ্রুপের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ‎পতিত সরকার শিক্ষা প্রতিষ্ঠানে লুটপাট নিয়োগ ও ভর্তি বাণিজ্য করেছে নড়াইলে ডিবি পুলিশের অভিযানে একশত বোতল ফেন্সিডিল সহ দুইজন গ্রেফতার কঠোর নিরাপত্তা বলয় ও কড়া নজরদারি মধ্যে দিয়ে শুরু হতে চলেছে গঙ্গা সাগর মেলা মহেশপুর-চৌগাছা রোডে পিকআপ ও পাওয়ার টিলারের সংঘর্ষে আহত এক ১ নোয়াখালীর সেনবাগে বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ গোপালগঞ্জের নির্দলীয় নিরপেক্ষ আল-আমিন(১২নং)জনগণের ভালোবাসায় বারবার বিজয়ী কাউন্সিলর- বললেন ওয়ার্ডবাসী

সরকারি রাস্তার দুপাশ দখল করে সীমানা প্রাচীর ও বাড়ি নির্মাণের অভিযোগ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪১ বার পড়া হয়েছে

মো: মোসলেম উদ্দিন সিরাজী
শাহজাদপুর উপজেলা প্রতিনিধি
তারিখ: ১৬/০৯/২০২৪ ইং

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় জনসাধারণের চলাচলের সরকারি রাস্তা জোরপূর্বক দখল করে দোকান ঘর ও গৃহ নির্মাণের অভিযোগ উঠেছে বেশকিছু প্রভাবশালীদের বিরুদ্ধে। নির্মিত ঘরগুলো অপসারণের দাবিতে সম্প্রতি এলাকাবাসীর পক্ষে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি উপজেলা প্রকৌশলী বরাবর একটি লিখিত অভিযোগ করেছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে সরেজমিনে উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের কুরকী পূর্বপাড়া কবরস্থান থেকে মহিলা ফাজিল মাদ্রাসার গ্রামে গিয়ে কাচা রাস্তাটির উপর দোকানঘর/গৃহ নির্মাণের সত্যতা পাওয়া যায়।

অভিযোগ সূত্রে জানা যায়, খাষকাউলিয়া ইউনিয়নের কুরকীর বেশকিছু জনপ্রতিনিধি ও আ’লীগ নেতাদের বিরুদ্ধে সরকারি রাস্তা দখল করে পাকা দোকানঘর/গৃহ নির্মাণ করেন। দোকানঘর নির্মাণের সময় এলাকাবাসী বাধা দিলেও কর্ণপাত করেননি তারা এবং কি সরকারিভাবে নোটিশও না। বাড়ির সীমানা প্রাচীর এর ফলে জনসাধারণসহ যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। বিষয়টি নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা একাধিকবার আলোচনা হলেও বসলেও সরকারি রাস্তা ছেড়ে দেয়নি দোকান কেউ।

এক যুবক নাইম বলেন, বেশকিছু দিন আগে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে রাস্তাটির সীমানা নির্ধারণের জন্য একটি আবেদন করলে চেয়ারম্যানসহ দুই পক্ষের সার্ভেয়ার এসে সীমানা নির্মাণ করে। পাঁচ/সাত দিনের মধ্যে সরকারি রাস্তা থেকে দোকানঘর/গৃহ অপসারণের জন্য সময় নিয়েছিল কিন্তু সপ্তাহ পার হলেও বাড়ির প্রাচীর এখনো সরাননি। যার ফলে চলাচল করতে এলাকার মানুষদের অসুবিধা হচ্ছে।

তিনি আরও বলেন, সম্প্রতি কাচা সড়কটি পাঁকাকরণের জন্য স্থানীয় সরকার বিভাগ থেকে প্রাক্কলন তৈরির পরিকল্পনা আছে বলে জানান।

অভিযোগকারীরা বলেন, রাস্তা থেকে বাড়ির সীমানা প্রাচীর সরানোর তালবাহনা করছে স্থানীয়রা । এ রাস্তা দিয়ে কয়েকটি গ্রামের মানুষ চলাচল করে। আমাদের রাস্তার প্রয়োজন। আমরা রাস্তা চাই।

সরকারি রাস্তায় প্রাচীর নির্মাণের বিষয়ে অভিযুক্তরা বলেন, সম্পূর্ণ প্রাচীর রাস্তার নয়। পাশে আমাদের জমিও আছে।

এ বিষয়ে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি রাস্তা দখল করে দোকান, প্রাচীর ও ঘর নির্মাণের কোনো সুযোগ নাই। এদিকে বিএনপির দপ্তর সম্পাদক ও চৌহালী কম্পিউটার ইনস্টিটিউট এর পরিচালক মো: রেজাউল করিম বলেন, দ্রুত রাস্তা মেরামত না করলে চলাচলের অনুপযোগী হবে।তাই দ্রুত সরকারিভাবে রাস্তা সংস্কার জরুরি।

এ বিষয়ে চৌহালী উপজেলা প্রকৌশলী সুত্রে জানা গেছে, প্রাচীর ও ঘরগুলো সরকারি রাস্তায় পড়েছে কিনা তা নিশ্চিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি