স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা শাখার সুশাসনের জন্য নাগরিক সুজনের নতুন কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ সেপ্টেম্বর শনিবার বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ বাজারের একটি রেস্টুরেন্টে উপজেলা সুজনের সভাপতি এটিএম আজরফ’র সভাপতিত্বে সভা হয়।
বিশ্বম্ভরপুর সুজনের সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা সুজনের উপদেষ্টা সাবেক অধ্যক্ষ মহিবুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা সুজনের সহ-সভাপতি শাহিনা চৌধুরী রুবি, সুনামগঞ্জ সুজনের সাধারণ সম্পাদক বজলুল করিম সাঈদ, সুনামগঞ্জ সুজনের সাংগঠনিক সম্পাদক নুরুল হাসান, সুজনের সিলেট বিভাগীয় সমন্বয়ক কুদরত পাশা, বিশ্বম্ভরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি- স্বপন কুমার বর্মন, সাতগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ নজরুল ইসলাম, শিক্ষক সিরাজুল ইসলাম, শিক্ষক আব্দুল্লাহ আল নাহিদ, ব্যবসায়ী ইমাম হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা আরিফুল হক, সুজনের সদস্য মোবারক হোসেন ও নুর আলম, সংবাদকর্মী শফিউল আলম প্রমূখ।
অনুষ্ঠান শেষে সর্বসম্মতিক্রমে সাতগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ নজরুল ইসলাম কে সভাপতি ও এমদাদুল হক মিলন মাষ্টার -কে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট সুজনের উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়।