স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলার তাহিরপুর সীমান্ত দিয়ে চোরাইপথে কয়লা আনতে গিয়ে পাহাড়ি গর্তে আটকে ও মাটি চাপায় আবুল নামে এক কয়লা শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত আবুল উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী কলাগাঁও গ্রামের বীর মুক্তিযোদ্ধা আলকাছ মিয়ার ছেলে।
জানা যায়, রবিবার ভোর রাতে প্রতিদিনের ন্যায় চারাগাঁও বিওপি এলাকার কলাগাঁও সীমান্ত দিয়ে ১০-১২ জনের একটি গ্রুপ চোরাইপথে সীমান্তের ওপারের পাহাড়ি গর্ত থেকে কয়লা আনতে যায়। গর্তের ভিতর থেকে বস্তায় ভরে কয়লা নিয়ে আসার পথে হঠাৎ উপর থেকে পাথর ও মাটি ভেঙে পড়ে। এসময় কয়েকজন উপরে উঠতে পারলেও আবুল চাপা পড়ে। একপর্যায়ে সঙ্গে থাকা শ্রমিকরা বাংলাদেশে এসে তার পরিবারকে বিষয়টি জানায়। পরে তার সঙ্গে থাকা অন্য কয়লা শ্রমিকরা গর্তের ভিতর থেকে তার লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
সুনামগঞ্জ-২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল একে এম জাকারিয়া বলেন, সীমান্তে দায়িত্বরত বিজিবির চোখ ফাঁকি দিয়ে চোরাইপথে ওপার থেকে কয়লা আনতে গিয়ে একজন নিহত হয়েছে। তার লাশ উদ্ধার করে বাংলাদেশে নিয়ে এসেছে। তিনি বলেন, সীমান্তের প্রতিটি বিজিবি ক্যাম্পে আগের তুলনায় বিজিবি সদস্য বাড়ানো হয়েছে এবং সীমান্তে কড়া নজরদারি রয়েছে। এসব চোরাচালানের সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।