আজ ১৪ ই সেপ্টেম্বর শনিবার।, পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ী কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতি পরিচালনায়,
রাজ্য কমিটির তরফ থেকে আর জি করে কর্তব্যরত মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের প্রতিবাদে ,দোষীদের শাস্তির দাবিতে এক ধিক্কার মিছিল করলেন, সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানী রাসমণি পর্যন্ত। প্রায় দুই থেকে আড়াইশো মহিলা অঙ্গনওয়াড়ী কর্মী ও সহায়িকা মিছিলে পা মেলান।
মিছিলে উপস্থিত ছিলেন মুখ্য উপদেষ্টা শ্রী সুবীর সাহা সভাপতি শুরঞ্জন পাল, উপস্থিত ছিলেন অন্যান্যরা।
তারা ধিক্কার মিছিলে বলেন, দুর্গা পুজোর আগে বেয়াদব গুলোর শাস্তি হোক এটাই আমরা চাই। যারা মহিলাদের উপর এই ধরনের বর্বরতা করেছে সেই সকল দোষীদের শাস্তি চাই এবং মুখ্যমন্ত্রী বলেছেন পদত্যাগ করবেন এ নাটক বন্ধ হোক।,
যিনি নেতাদের বাঁচানোর জন্য এবং আন্দোলনকারীদের থামানোর জন্য কাঁদনে গ্যাস ও লাঠিচার্জ করতে পারেন, দোষীদের আড়াল করতে চাইতেন না , তাহার নাটক না করাই ভালো, পদত্যাগ করার হলে উনি অনেক আগেই করতে পারতেন,
আমরা বিচার চাই, আমার বোনের বিচার চাই, আমার মেয়ের বিচার চাই, বিচার যতদিন না হবে, দোষীরা শাস্তি না পাবে, আন্দোলন চলবে, আমরা রাস্তায় নামবো, আরো জোরদার আন্দোলন করবো,
যিনি মেয়েদের সুরক্ষা দিতে পারেন না, দোষীদের আড়াল করার জন্য, বিভিন্ন রকম পথ অনুসরণ করছেন, কিন্তু জনগণ কে আটকাতে পারবেনা, আমরা এর শেষ দেখবো, আর বোনের দোষীদের বিচার না হওয়া পর্যন্ত, একটা কথাই মনে রাখবেন, আপনাদেরও বাড়িতে মেয়ে আছে, একদিন হয়তো আপনাদের বাড়িতেও এরকম ঘটনা ঘটতে পারে, তাই জোট বাঁধুন প্রতিবাদে নামুন এবং দোষীদের শাস্তি চান।
একটাই দাবী উই ওয়ান্ট জাস্টিস। আর নারীদের সুরক্ষা।
কালকের থেকে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হলেও, এবং আজ সারাদিন ধরে বৃষ্টি চললেও, আন্দোলন কারীরা কিন্তু থেমে থাকেননি, বিভিন্ন জেলা থেকে এই বৃষ্টির মধ্যেও তারা প্রতিবাদ জানাচ্ছেন ধিক্কার জানাচ্ছে। মিছিল করে পথে নামছেন। মিছিল আসার অনেক আগে থেকেই, প্রশাসনের পুলিশ কর্মীরা ও অফিসারেরা দুদিকে রাস্তা ব্যারিকেট করে রাখেন, হাতে হাত ধরে লাইন দিয়ে।
রিপোর্টার , শম্পা দাস ও সমরেশ রায়, কলকাতা,