কক্সবাজার প্রতিনিদি।
লোকমান ইসলাম রানা
কক্সবাজার শহরে দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে সন্ত্রাস বাহিনী, মাথাচাড়া দিয়ে উঠেছে অবৈধ ভাবে দখল সহ নানা অপকর্ম।
তার ধারাবাহিতায় প্রকাশ্যে অস্ত্র নিয়ে জামাল বাহিনীর জামাল কথায় কথায় মানুষকে হুমকি ও হামলা চালিয়ে যাচ্ছে।
দালাল জামাল, চোরায়পথে মালেশিয়া গিয়ে ঠায় না পেয়ে দেশে ফিরে গড়ে তুলেন সন্ত্রাস বাহিনী।
জামাল কক্সবাজার শহরে ১২ নং ওয়ার্ডে মৃত্যু সোলতান আহমেদের ছেলে।
জানাযায় 15/9/2024 মধ্যে রাতে কক্সবাজার শহর হোটেল মোটেল জোন লাইট হাউজ এ ক্লাসিক নামে এক হোটেল এ জামাল ও এক পতিতা নারি নিয়ে গিয়ে রোম খুঁজে। উক্ত রোম এর কর্মচারী রোম দিতে বাধা দেওয়ায় তাকে বেধড়ক ভাবে মারধর করেন।এ বিষয় নিয়ে হোটেল মালিক ও কর্মচারীর দের সাথে কথা বলেল জানা যায়। উক্ত জামাল এলাকায় নিরীহ মানুষদের ধরে নিয়ে গিয়ে মুক্তিপন টাকা আদায় করেন। টাকা দিতে না পারলে নীরহ মানুষদের মারধর নির্যাতন করেন। গত ৭ মাস আগে শহরে টাকার লেনদেন বিষয়ে প্রকাশ্যে সেলিম নামে একজন কে অস্ত্র নিয়ে হুমকি দেন৷গত ৫ই আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতন হলে বেড়িয়ে আসে এইসব তথ্য গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বিএনপি জামাতে নেতা কর্মিদের র্যাবের সোর্স পরিচয়ে ঘর ছাড়া করেন।
নাম প্রকাশে অনেচ্ছুক স্থানীয় এক বক্ত্যি জানান জামাল বিভিন্ন সময় বিভিন্ন ভাবে মানুষের জায়গা দখল সহ নানা অপকর্মে সাথে জড়িত। অস্ত্র থাকায় কিউ মুখ খুলে না। তার কবলে পড়ে অনেকে মৃত্যু হয়েছে। আবার অনেকে ঘরহারা হয়েছে। হোটেল ক্লাসিক ফ্ল্যাট ব্যবসায়ীর কিছু বক্ত্যিরা জানান জামালের কারণে এই হোটেলে অনেক জন হোটেল ছেড়ে নিস্ব হয়ে এলাকা ছাড়া আবার অনেকে ঘড় ছাড়া।
এই বিষয়ে জামালের মুঠোফোনে যোগাযোগ করা হলে সে উল্টো প্রতিবেদককে দেখিয়ে নেওয়া হুমকি দেন এই বিষয়ে উক্ত হোটেল কর্মচারী ও স্থানীয় জনসাধারণ বলেন আমরা যৌথ বাহিনীসহ পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি।