বি.সরকার। পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ।।
পাইকগাছায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) আলোচনা সভা ও মিলাদ মাহফিল উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তানে সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন-র সভাপতিত্বে এবং ইউআরসি ইন্সট্রেক্টর ঈমান উদ্দীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ইফতেখারুল আলম শামীম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, থানা অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রজ্ঞন সাহা, পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচন কর্মকর্তা জয়ন্ত কুমার, কৃষি কর্মকর্তা অসীম কুমার দাস সহ আরও অনেকে। আলোচনা সভা ও মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওঃ জালাল উদ্দীন। দোয়া ও মিলাদ মাহফিল শেষে আদালত মসজিদে তাবারক বিতারণ করা হয়েছে।