আব্দুল জব্বার ঠাকুরগাঁও প্রতিনিধি ঃ
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার নন্দগাঁও মুন্সিপাড়ায় জমি সংক্রান্ত বিষয় নিয়ে ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের মামলায় প্রতিবেশী আবসর প্রাপ্ত বিজিবি হাবিলদার আঃ হাকিম কে ৭ নং আাসামি বানিয়ে ১৫ দিন জেলা খাটানোর ঘটনা ঘটেছে।
সরেজমিনে গিয়ে জানাগেছে,পৈতৃক সূত্রে পাওয়া জমি ভাগ বন্টনে দিক নির্ণয়ে অসন্তুষ্টি কারণে বিবাদ সৃষ্টি হলে শুকুরদি(৭৩) ও আঃ রসিদ( ৫৭) আদালতে পাল্টাপাল্টি মামলা দায়ের করে, এরপরই শুরু হয় তাদের মামলা মামলা খেলা একে একে ৪ টি মামলায় দায়ের হয় যার মামলা নং ১২৫/২৪,২২১/২৪,১১৯/২৪,৩৬৬/২৪ এর মধ্যেই নাম জড়িয়ে দেয় প্রতিবেশীদের, আঃ রশিদের দায়ের করা জি আর ১২৫/২৪ নং মামলার জালে জড়িয়ে অবসরপ্রাপ্ত বিজিবি হাবিলদারকে ১৫ দিন জেলে থাকতে হয়েছে, এ-ই নিয়ে উদ্বিগ্ন এলাকা বাসী।
ভুক্তভোগী আঃ হাকিম বলেন শুকুরদি ও তার ভাই আঃ রশিদ জমির দ্বন্দ্বে মারামারি হলে শুকুরদির পরিবার হরিপুর হাসপাতালে ভর্তি হয়, আমি প্রতিবেশী হিসেবে তাদের খোঁজ খবর নিতে হাসপাতালে যাই এইটাই আমার দোষ, এবং ব্যক্তিগত আক্রশে রশিদ আমাকে মামলায় জড়িয়ে দেয়।
এছাড়াও, শুকুরদির দায়ের করা মামলায় নাম জড়িয়ে যায় প্রতিবেশী আঃ রহমান ও ছেলে সাজ্জাদের।
দু ভাইয়ের জমি ভাগ বন্টনে দিক নির্ণয়ের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র মামলার আতংকে দিন পার করছে গ্রামবাসী এটির দ্রুত সমাধানের দাবি সচেতন মহলের।