মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুরে বিদ্যুৎপৃষ্টে হয়ে আব্দুল লতিফ (৬০)নামে একজনের মৃত্যু হয়েছে।
আজ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ১২ ঘটিকায় নিজ বাড়ি সংলগ্ন বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যায়।
আজ উপজেলার রসুলপুর ইউনিয়নের রসুলপুর চকপাড়া গ্রামের সাহদত আলী পুত্র আব্দুল লতিফ (৬০)বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান।
এলাকাবাসী ও প্রত্যক্ষ দর্শী সূত্রে জানান দুইদিন যাবত নিহত আব্দুল লতিফের বাড়ির সংলগ্ন বিদ্যুতের তার খুঁটি থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া বাড়ির সংলগ্ন ফসলী জমি থেকে বিদ্যুতের তার ছড়াতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
এ ব্যাপারে সংবাদ পেয়ে গফরগাঁও থানা পুলিশ ঘটনাস্থল তদন্ত করেন।আজ রাত আটটা নিজ বাড়িতে নিহত লতিফের জানাজা অনুষ্ঠিত হয় ও লাশ দাফন করা হয়।