আজ ১৬ই সেপ্টেম্বর সোমবার, পশ্চিম মেদিনীপুর জেলার, কুবাই নদীর জলে প্লাবিত হল বেশ কয়েকটি গ্রাম। বিচ্ছিন্ন হয়ে যায় গ্রামবাসীদের যোগাযোগ ব্যবস্থা, পাঁচ ছটি গ্রাম সহ চাষের জমি সম্পূর্ণ জলের তলায়, এমনকি যাতায়াতের রাস্তাও জলের তলায় ডুবে গিয়েছে, ঘরবন্দী হাজার হাজার নিরুপায় মানুষ।
তিনদিনের নিম্নচাপের জেরে, প্রবল বৃষ্টিতে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুর ব্লকের 2 নম্বর শীর্ষা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত অকুলসাড়াঁ সিদ্ধেশ্বরী ও আকুমুড়া সহ পাঁচ থেকে ছয়টি গ্রাম প্লাবিত।
কেশপুরের ব্লকের উপর দিয়ে বয়ে যাওয়া কুবাই নদীর জল ঢুকতে শুরু করেছে, দু নম্বর শীর্ষা গ্রাম পঞ্চায়েতের অকুল সাড়াঁ, আকমুড়া সিদ্ধেশ্বরী এবং পাখিরাপাড়া সহ ও পাঁচ ছটি গ্রামে। ফলে প্লাবিত হচ্ছে একের পর এক গ্রাম।
এমনকি জানা যায়, নদী পেরিয়ে যাতায়াতের কাঠের ব্রীজও জলের তলায় ,ফলে বন্ধ যাতায়াত, নদীর জল ঢুকে প্রায় 400 থেকে 500 বিঘা চাষ জমি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত,
গ্রামবাসীদের অভিযোগ, এখনো পর্যন্ত প্রশাসনিক তরফ থেকে ঘর বন্দী মানুষদের উদ্ধার করার কোন ব্যবস্থা করা হয়নি। ফলে দুশ্চিন্তায় কয়েক হাজার গ্রামের মানুষ , কোনরকম পারাপারেরও ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের,
বাধ্য হয়ে এক গ্রাম থেকে অন্য গ্রামের সংযোগ বন্ধ হয়ে গিয়েছে, জল যতক্ষণ পর্যন্ত না নামে ততক্ষণ পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। এমনকি পরিবারের ছোট ছোট ছেলেমেয়েদের নিরাপদে রাখাও দুশ্চিন্তায় পড়েছে, যদি কোন পরিবারের কারো কোন দুর্ঘটনা ঘটে, কোন কিছুর উপায় থাকবে না নিয়ে যাওয়ার জন্য। সমস্ত পরিবার দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন,
রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস