আজ ১৭ ই সেপ্টেম্বর মঙ্গলবার, সারাদেশে পালিত হচ্ছে বিশ্বকর্মা পুজো,সকাল থেকেই পুজোয় মেতে উঠেছে কল কারখানার শ্রমিক থেকে শুরু করে, দোকানের মালিকেরা।
তেমনি মেদিনীপুর শহরে সেন্ট্রাল বাসস্ট্যান্ডে তৃণমূল শ্রমিক সংগঠন আই এন টি টি ইউ সির উদ্যোগে এবং পশ্চিম মেদিনীপুর জেলা বাস পরিবহন ইউনিয়ন ও মেদনীপুর বাস স্ট্যান্ড ক্ষুদ্র ব্যবসায়ী কমিটির পরিচালনায় বিশ্বকর্মা পুজোর উদ্বোধন এবং বিশ্বকর্মা পুজোয় মেতে উঠলেন সকলে। ২৭তম বছরে পদার্পণ করল এই পুজো।
পুজোকে ঘিরে চারদিন ধরে থাকবে নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান, পুজোর শেষ দিন অর্থাৎ বৃহস্পতিবার প্রায় দশ হাজার মানুষকে অন্নকুট খাওয়ানো হবে বলে জানালেন।
বিগত চার বছর আগে কভিডের কারণে পুজো হয়েছিল নামমাত্র, কিন্তু এই বছর পূজোকে ঘিরে শ্রমিক কর্মচারীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।
এই পূজার উদ্বোধনী উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক দীনেন রায়, রাজ্য সাধারণ সম্পাদক প্রদ্যুৎ ঘোষ, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ, জেলা পরিষদের দলনেতা মোঃ রফিক ,জেলা সভাপতি সুজয় হাজরা, শ্রমিক সংগঠনিক জেলা সভাপতি গোপাল খাটুয়া, জেলা যুব সভাপতি নির্মাল্য চক্রবর্তী, কাউন্সিলর তথা শহর সভাপতি বিশ্বনাথ পাণ্ডব, শ্রমিক সংগঠনের নেতা গৌরাঙ্গ সিংহ, শ্যামলা আইচ সহ অন্যান্যরা। এবং এলাকার মানুষ।
সুন্দর একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে একদিকে যেমন প্রতিমার উদ্বোধন হয় ,অন্যদিকে পুজোয় মেতে উঠে সকলে, উপস্থিত সকল অতিথিদের উত্তরীয় ব্যাচ এবং স্মারক দিয়ে সম্মানিত করেন।
উদ্যোক্তারা বলেন বহুদিন পরে এলাকার মানুষ বিশ্বকর্মা পুজোয় মেতে উঠেছে। এবং শ্রমিক ভাইয়েরাও । এরকম সারা দেশ জুড়ে মেতে উঠবে সকল শ্রমিক ভাইয়েরা বিশ্বকর্মা পূজার আনন্দে।
রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায়।