পশ্চিম মেদিনীপুরের কেশপুরে, বঙ্গোপসাগরেরে নিম্নচাপের কারণে দীর্ঘ ৩দিন শুরু হয়েছিল বৃষ্টি, অতি বৃষ্টির ফলে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ও কেশপুরের বিস্তীর্ণ এলাকা জন্ম ভগ্ন,
কেশপুরের জলমগ্ন এলাকা বিকালে পরিদর্শনে গেলেন ঘাটালের সাংসদ ও অভিনেতা দীপক অধিকারী (দেব), কেশপুর ব্লকের ১২ নম্বর অঞ্চলের হাজীচক ও ১১ নম্বর অঞ্চলে কলাগ্রাম এবং জলমগ্ন এলাকা পরিদর্শন করেন এবং সাধারণ মানুষের সাথে কথা বলেন, তিনি সাধারণ মানুষের কাছে জানতে চান, কি কি সমস্যায় পড়তে হচ্ছে তাদেরকে।
এরপর তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, প্রাকৃতিক নিয়মে অতিবৃষ্টির ফলে বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে গেছে, আমি তৎক্ষণাৎ এসেছি পুরো এলাকা পরিদর্শন করে প্রশাসনিক স্তরে এই রিপোর্ট দেব, যত দ্রুত সম্ভব সরকারের পক্ষ থেকে মানুষদের সাহায্যের ব্যবস্থা করা হবে বলে জানান।
পাশাপাশি তিনি বলেন বিভিন্ন এলাকায় ঘরবাড়ি ও ভেঙ্গে পড়েছে, রাস্তা ধসে যাচ্ছে, এ ধরনের খবর আসছে আমাদের কাছে , আমি প্রশাসনকে বলব, খোঁজ নিয়ে তার দ্রুত তালিকা বানিয়ে সরকারের কাছে পাঠাতে , রাজ্য সরকার এবং আমি সাংসদ হিসেবে সাধারণ মানুষের সব সময় পাশে রয়েছি, আমরা চাইবো এর আরো দ্রুত মানুষ স্বাভাবিক পরিবেশে ফিরে যাতে আসতে পারে তার ব্যবস্থা করার।
ঘাটালে একটি প্রশাসনিক বৈঠক রয়েছে তার, প্রশাসনিক বৈঠকে ঘাটাল লোকসভার অন্তর্গত প্রত্যেকটি বিধানসভায় খোঁজখবর নিয়ে পর্যালোচনা বৈঠক হবে বন্যা সংক্রান্ত , ঘাটাল মাস্টারপ্ল্যান না হলেও, কিভাবে এই জলকে অতি দ্রুত নামিয়ে এলাকার মানুষের বসবাস ও চলাচলের উপযোগী করা যাবে ,সেই পদক্ষেপ নিতে বলবো। তবে তিনি গ্রামের সকলকে আশ্বাস দেন, তাহাদের পরিষেবা দেওয়ার জন্য।
রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস