1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
ভোলা মনপুরা থানায় ধর্ষন চেষ্টার অভিযোগ এক ব্যবসায়ী সহ একেই মায়ের দুই ছেলের বিরুদ্ধে প্রতিবাদে সংবাদ সম্মেলন এলাকাবাসী করেন - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৭:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
শেরপুরে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতাকে বহিষ্কার ধুনটে যমুনা থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন মনির শহিদ হিফজুল কোরআন ও নূরানী মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে ট্রাক-অটোর মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের শিশুসহ নিহত ২, আহত ৩ ডুমুরিয়ায় পূর্বপুরুষের ঐতিহ্য ব্যাবসা টিকিয়ে রাখতে মৃৎশিল্প ওসি মীরসরাইয়ের অভিযান , চার হাজার পিস ইয়াবা উদ্ধার লোহাগড়ায় শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দির পরিচালনা পর্ষদের ত্রি-বার্ষিক কমিটি গঠন কালিয়ায় পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর নড়াইলের প্রভাবশালী হিন্দু জমিদারীর প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন কালিশঙ্কর রায় ওয়েলফেয়ার এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫ গ্রহণ প্রসঙ্গে

ভোলা মনপুরা থানায় ধর্ষন চেষ্টার অভিযোগ এক ব্যবসায়ী সহ একেই মায়ের দুই ছেলের বিরুদ্ধে প্রতিবাদে সংবাদ সম্মেলন এলাকাবাসী করেন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৮ বার পড়া হয়েছে

 

মোঃ আব্দুল গফুর শিকদার
ভোলা জেলার প্রতিনিধ

ভোলা জেলার মনপুরা উপজেলার ৫ নং কলাতলী ইউনিয়নে মিয়া জমির শাহ বাজার সংলগ্ন নিবাসী রিকসো রানী (২২), স্বামী – সুমন দাস (২৬) মনপুরা থানায় একটি ধর্ষণ চেষ্টার অভিযোগ দায়ের করেন |
ভুক্তভোগী রিকসো রানী দাস জানান, রবিবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ৭(সাত) টার সময় কাঠ বেপারী ইমরান সহ আরো দুজন তার বাসায় ঢুকে তাকে ধর্ষণ করার চেষ্টা করে, আমি ইমরানকে চিনতে পেরেছি আর অন্য দুজনকে ভালো করে চিনতে পারি নাই,কিরণ রিপন এর মত লাগে, তিনি আবার বলেন মোঃ এমরান (৩২) পিতা- রহিম পন্ডিত, মোঃ কিরন(২৫) পিতা- মৃত ইব্রাহীম মাঝি , মোঃ রিপন (৩৮)পিতা- মৃত ইব্রাহীম মাঝি আমার বাসার রান্নাঘরের দরজা ইস্ক্রু দিয়ে খুলে ঘরে ঢুকে আমাকে ধর্ষনের চেষ্টা করে এবং আমার গলায় ছুরি ধরে আমাকে হুমকি দিয়ে বলে ‘তুই কথা বললে তোকে খুন করবো’ এসময় আমি চিৎকার করলে আমার বড় মেয়ে এবং আমার বেয়াইন প্রনতি রানী দাস সব দেখে | আমি একা থাকি তাই নিরাপত্তার জন্য প্রনতি রানী দাসকে সাথে নিয়ে ঘুমায় কারন বিগত তিন বছর আগেও আমাকে ধর্ষনের চেষ্টা করে কিরন এবং রিপন ঐ সময় এমরান ছিলনা | সে সময় সিঁধ কেটে ঘরে ঢুকে আমার মুখে গামছা পেঁছিয়ে ধর্ষনের চেষ্টা করে এবং আমার সন্তান দের মেরে ফেলার হুমকি দেয় পাশ্ববর্তী কাউকে যেন না বলি, এঘটনায় এলাকার চেয়ারম্যান মেম্বার গণ বিচার করলে ও তারা আমাকে অত্যাচার করে |

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা যায় । ঘোর ষড়যন্ত্র ও রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের ঘটনা বলে উল্লেখ করেন এবং প্রতিবাদ সংবাদ সম্মেলন করেন এলাকাবাসী | বৃহস্পতি বার(১৯ সেপ্টেম্বর ২৪) সংবাদ সম্মেলনে মোঃ এমরানের(৩২) পিতা- রহিম পণ্ডিত (৫৫) বলেন, আমার ছেলে এর সাথে জড়িত নয় সে ষড়যন্ত্রের শিকার | আমি কাজলীর (৫০) (রিকসো রানীর শাশুড়ি)এর বাড়ির পাশে জমির মালিক প্রতাপ মাঝির কাছ থেকে ২,৫০,০০০/= ( দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা পাবো পাঁচ বছর আগে , সেই টাকা চাওয়ায় প্রতাপ মাঝি, তার ভাই দ্বিপক মাষ্টার কাজলীর সাথে মিলে ষড়যন্ত্র করে তার ছেলের বউকে দিয়ে এই ঘটনা রটিয়েছে | তিনি প্রশ্ন রেখে বলেন, কিরন এবং রিপন আপন দুই ভাই হওয়া সত্ত্বেও কিভাবে একসাথে ধর্ষণ করতে যায় এতেই প্রমাণিত হয় এটা সম্পূর্ণ সাজানো এবং ভিত্তিহীন ষড়যন্ত্র বরং এই মেয়ের অতীতে খুব খারাপ রেকর্ড আছে প্রত্যেক বছর সে কারো না কারো নামে দুর্নাম ছড়ায় | এলাকার বাসিন্দা দিবাকর চন্দ্র দাস ও ডিসেম্বর মিস্ত্রি বলেন, আমরা রিপন কিরণ এমরানের মধ্যে কখনো খারাপ চরিত্র দেখিনি | জীবনদাস(৫০) বলেন রিকসো রানীর চরিত্রের সমস্যা আছে সে ষড়যন্ত্র করে এই মামলা দিয়েছে আমরা এর উপযুক্ত বিচার চাই | অত্র এলাকার বাসিন্দা আঞ্চল হক বলেন, তার খারাপ চরিত্রের কারনে স্বামী চলে গেছে | সুমন চন্দ্র দাস বলেন, রিপন রবিবার সারাদিন আমার কাজ করেছে এবং রাত্রে আমার সাথে ঘুমাইছে, তার বিরুদ্ধে এমন মিথ্যা অভিযোগ করায় প্রসাশন এর কাছে বিচার চাই | জমির শাহ বাজার ব্যাবসায়ী মোঃ শাহীন(৪৮) বলেন, এমরান ভাল লোক, সে ষড়যন্ত্রের শিকার |

এ ঘটনায় অভিযুক্ত মিয়া জমির শাহ বাজার ব্যাবসায়ী মোঃ এমরান(৩২) ( সাধারণ সম্পাদক-স্বেচ্ছাসেবক দল, ১ নং মনপুরা ইউনিয়ন ) এর কাছে জানতে চাইলে, সে বলেন আমি এঘটনার সাথে জড়িত নয়, পাওনা টাকা কে কেন্দ্র করে এবং দলীয়ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে | মোঃ কিরন বলেন, আমি কখনো তাদের বাসায় যায়নি | মি.রিপন এর ফোন নাম্বার বন্ধ পাওয়া যায ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি