মোঃ আব্দুল হাই জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটের কালাইয়ে সর্বস্তরের জনসাধারণের সাথে নবাগত পুলিশ সুপার এর মতবিনিময় সভা অনুষ্ঠিত ।
বৃহস্পতিবার (১৯ আগষ্ট) কালাই থানা পুলিশের আয়োজনে উদয়পুর ইউনিয়নের মোসলেমগঞ্জ বাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলার নবাগত পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব । এছাড়াও উপস্থিত ছিলেন কালাই থানা অফিসার ইনচার্জ (ওসি) ওয়াসিম আল বারী সহ উপজেলার সর্বস্তরের সাধারণ মানুষ।
প্রধান অতিথি বক্তব্যে বাংলাদেশ পুলিশকে জনবান্ধব পুলিশে রুপান্তরের দৃঢ় বাসনা পোষণ করেন। দেশ প্রেমের মন্ত্রে উজ্জীবিত হয়ে আপামর জনতাকে মমত্ববোধের মাধ্যমে পুলিশী সেবা প্রদান করার আশ্বাস প্রদান করেন। উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দের আশা আকাঙ্ক্ষার কথা তিনি মনোযোগ দিয়ে শোনেন। তিনি তাঁর বক্তব্যে বাংলাদেশকে নতুন রূপে গড়ে তোলার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। জয়পুরহাট পুলিশকে জনসেবার রোল মডেল হিসেবে অনন্য নজীর সৃষ্টির আশাবাদ ব্যক্ত করে লুট হওয়া অস্ত্রের সন্ধানে জনগণের সক্রিয় সহযোগিতা প্রত্যাশা করে বক্তব্য শেষ করেন।