(জয়পুরহাট) প্রতিনিধিঃ
জয়পুরহাটের নবাগত পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব অপরাধ দমনে সর্বস্তরের জনগণের সহযোগিতা চেয়েছেন।
ক্ষেতলাল থানার আয়োজনে মাদক,জুয়া,চাঁদাবাজী,ইভটিজিং, বাল্যবিবাহ,যৌতুক, নারী ও শিশু নির্যাতন বন্ধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বস্তরের জনগণ ও রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এসময় তিনি বলেন, আপনারা আইন কেউ নিজের হাতে নিবেন না। আপনাদের কোন অভিযোগ থাকলে আমাদের জানাবেন, আমরা আইনানুযায়ী ব্যবস্থা নেব। সারাদেশে এবং অনলাইনে এখন ব্যাপক গুজব চলতেছে। আমাদের এসব গুজব থেকে সতর্ক থাকতে হবে। এজন্য আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আপনাদের কোন সমস্যা হবেনা, তথ্য গোপন রাখা হবে।
শনিবার (২১সেপ্টেম্বর) বিকেল ৫ টায় ক্ষেতলাল পৌরসভার ইটাখোলা বাজারে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইশতিয়াক আলম, থানার ইন্সপেক্টর (তদন্ত) ইমায়েদুল জাহেদী।
এসময় বক্তারা মাদক, জুয়া, চাঁদাবাজী, ইভটিজিং, বাল্যবিবাহ,যৌতুক, নারী ও শিশু নির্যাতন ইত্যাদি রোধকল্পে সমাজের সচেতন ব্যক্তিবর্গ কে তথ্য দিয়ে সহযোগিতা করবার আহ্বান জানান। পাশাপাশি থানার অফিসিয়াল মোবাইল নম্বর উপস্থিত সকলের মাঝে বিলিয়ে দেন এবং তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে এমন ঘোষণা দেন।