ফেনীর বন্যার্তদের সাহায্যের জন্য উত্তোলিত টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সুনামগঞ্জ’র এক শিক্ষার্থীর উপর।
ফেনীর ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখে সারা বাংলাদেশজুড়ে ত্রান সংগ্রহ ও অর্থ সংগ্রহ করা শুরু হয়৷ সুনামগঞ্জেও তার ব্যাতিক্রম নয়৷ সুনামগঞ্জের অনেক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অর্থ সংগ্রহ করেন বন্যার্তদের জন্য। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সুনামগঞ্জ এর পক্ষ থেকে উত্তোলন করা টাকা জমা রাখা হয় আন্দোলন করা শিক্ষার্থী এন ডি ওসমান গনির কাছে। উত্তোলন করা সকল টাকা কোন হিসাব নিকাশ না করেই ওসমান গনি তার কাছের কয়েকজন শিক্ষার্থী নিয়ে ফেনীর উদ্দেশ্যে রওনা দিলে শিক্ষার্থীরা এ ব্যাপারে প্রশ্ন তোলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানান, আমরা সবাই মিলে সুনামগঞ্জে ঘুরে ঘুরে সকল শ্রেণির মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করি। আমাদের কাউকে না জানিয়ে ওসমান গনি ফেনীতে চলে যান। আমরা কিভাবে সে অর্থ খরচ হয়েছে জানতে চাইলে তিনি কোন উত্তর দেন নি আমাদের।
আরেক শিক্ষার্থী জানান, গত বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সুনামগঞ্জ ছাত্র আন্দোলনে যুক্ত সকল শিক্ষার্থীরা উসমান গণির কাছে বন্যার্তদের জন্য উত্তোলিত টাকার হিসাব চাইলে তিনি কোন উত্তর না দিয়েই তড়িঘড়ি করে স্থান ত্যাগ করেন।
সুনামগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সুনামগঞ্জ’র পক্ষ থেকে জানানো হয়, আমরা যে অর্থ সংগ্রহ করি তার কোন হিসাব না করেই উসমান গণি ফেনী চলে যাওয়ায় আমাদের সন্দেহ হয়। যার কারনে আমরা বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) এক জরুরি সভা ডাকা হলে উসমান গণি হিসাব না দিয়েই চলে যান। আমরা অর্থ খরচের সঠিক হিসাব চাই।