আজ একুশে সেপ্টেম্বর শনিবার, পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরের ১১ নম্বর অঞ্চলের খানাকালি গ্রামের বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ালেন, আরজি করে জুনিয়ার ডাক্তাররা, বন্যা দুর্গতদের হাতে ত্রাণ তুলে দিলেন ও চিকিৎসা পরিষেবা দিলেন। জলের মধ্যে দাঁড়িয়েই রোগী দেখলেন প্রতিবাদী ডাক্তাররা।
বন্যা হওয়ার কারণে রাস্তার উপর জল দাঁড়িয়ে রয়েছে, এখনো গৃহবন্দী রয়েছেন অনেক মানুষ, সেই গৃহবন্দী মানুষদের কাছে গিয়ে চিকিৎসা পরিষেবা দিলেন অভয়া ক্লিনিকের সদস্যরা। পাশাপাশি তাহারা শুকনো খাবার সহ চাল ডাল তুলে দিলেন গৃহ বন্দি মানুষদের হাতে।
শুদুর কলকাতার আর জি কর হসপিটালের জুনিয়র ডাক্তাররা, পশ্চিম মেদিনীপুরের কেশপুর ব্লকের খানাকালি গ্রামের জলবন্দি মানুষের বাড়ি বাড়ি গিয়ে, বন্যা পরবর্তী বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে এলাকাবাসীদের সাথে কথা বলেন, পাশাপাশি নানা রকম সাবধানতা অবলম্বনের সুপরামর্শ দেন , সাথে নিয়ে আসা বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় ওষুধ থেকে খাবার মানুষের মধ্যে মিলিয়ে দেন।
৪২ দিন কর্ম বিরতি চলার পর জুনিয়ার ডাক্তার কাজে যোগ দিলেও , বিচারের দাবিতে আন্দোলন জারি থাকবে। তাহারা একদিকে যেমন হসপিটালে ইমারজেন্সি বিভাগ শিশু বিভাগ ওপিডি বিভাগ সহ বিভিন্ন বিভাগে পরিষেবা দিচ্ছেন,
তেমনি তারা সুদুর পশ্চিম মেদিনীপুরে পৌঁছে গেছেন জলবন্দি মানুষদের পরিষেবা দেওয়ার জন্য। এক হাঁটু জলের মধ্যে দাঁড়িয়ে তারা পরিষেবা দিলেন। এবং জল বন্দী মানুষদের হাতে ঔষুধ তুলে দিলেন।
জলবন্দী মানুষেরা, ডাক্তারদের কাছে পেয়ে , একদিকে যেমন খুব প্রকাশ করলেন, অন্যদিকে তাদের আশীর্বাদ জানালেন, এইভাবে পরিষেবা দেওয়ার জন্য। জলবন্দী গ্রামের মা বাবা ও ভাই বোনদের পাশে দাঁড়াতে পেরে।
রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায়