মো: মোসলেম উদ্দিন সিরাজী
শাহজাদপুর উপজেলা প্রতিনিধি
তারিখ: ২২/০৯/২০২৪ ইং
সিরাজগঞ্জের শাহজাদপুরে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষার্থে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ভুমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার উপজেলার খঞ্জনদিয়া মহল্লায় সিরাজগঞ্জ জেলা বিএনপি'র প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর এমএ মুহিতের নিজ বাসভবনে শাহজাদপুর যুবদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ভূমিকা শীর্ষদ আলোচনা সভায় উপজেলা যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান মিন্টু'র সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল্লাহ আল মাহমুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জাহিদুল ইসলাম,মাসুম রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তারিকুল ইসলাম চৌধুরী শাকিক, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বখতিয়ার ভূঁইয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নাদিম আলী প্রমুখ। এছাড়াও এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।