আজ ২২ শে সেপ্টেম্বর রবিবার, ঠিক বিকেল তিনটায়, ভিক্টোরিয়া মেমোরিয়াল সাউথ গেটের সামনে, এস কেসি আয়োজিত , আরিয়ান মুখার্জীর উদ্যোগে, একটি প্রতিবাদী অনুষ্ঠান করেন….. দুর্গা তিলোত্তমা।
এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এক্স আই পি এস পঙ্কজ গুপ্তা, এক্স আই পি এস চয়ন মুখার্জী, অনির্বাণ মুখার্জী, অর্মিতা মুখার্জী, এস কেসি র কর্ণধার সহ আরিয়ান মুখার্জী সহ বিশিষ্ট জনেরা।
অনুষ্ঠান শুরুর আগে বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে সকলে দাঁড়িয়ে তিলোত্তমার জন্য এক মিনিট নীরবতা পালন করেন। তারপর একে অতিথিরা সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে তিলোত্তমার ন্যায় বিচারের দাবী জানান, দোষীদের শাস্তির দাবি জানান।
শুধু তাই নয়, আজ টেথোস্কোপে সকলে একে একে রাখী পরিয়ে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়েছেন। এমনি গন সাক্ষর করান, তাহারা জানান দলমত নির্বিশেষে আপনারা আমাদের পাশে এসে দাঁড়াতে পারেন , এবং একটি স্বাক্ষর দিয়ে তিলোত্তমার হাত শক্ত করতে পারেন, এই টেথোস্কোপ ও সাক্ষর আমরা, তিলোত্তমার মা ও বাবার হাতে তুলে দেবো।
এই ধরনের এস কেসি র মনোভাবকে স্বাগত জানিয়েছেন সকলো,এস কেসি র চিন্তা ধারা সুদৃর হোক, আরো এগিয়ে যাক বরো হোক।
প্রতিবাদের মধ্য দিয়ে, আর জি করের দুঃখ জনক ঘটনাকে তীব্র ধিক্কার জানান, এমনকি পুলিশ অফিসারদের ছেড়ে কথা বলেননি, তাহারা বলেন এই রকম একটা ঘটনাকে ধামা চাপা দিতে গিয়ে,যা ঘটলো দেশ বিদেশে, স্বাধীনতার আগে কখনো ঘটেনি ভারতবর্ষের কথাও, যেমন বাংলাদেশে চলছে তেমনি ভারতেও এতোটুকু কম না, এটা আমাদের কাছে লজ্জা।সারা বিশ্বের মানুষ পথে নেমেছে। তাই আমরাও একটু অন্য স্বাদের অনুষ্ঠানের মধ্য দিয়ে ধিক্কার জানালাম , সাধারণ মানুষকে কর্ণিশ জানালাম, তিলোত্তমার দোষীদের সঠিক বিচারের জন্য পথে নামায় ।
তবে আমাদের মহৎ উদ্দেশ্য হলো, নাগরিকদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, ন্যায় বিচার, সহন শীলতা, এবং ঐক্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, বোনের বিচারকে সঠিক পথে নিয়ে যাওয়া, দরিদ্র মানুষের পাশে থাকা, তাদের হাত শক্ত করা, যেনো সারা ওয়াল্ডে বিস্তার লাভ করে , সাধারণ মানুষ যাতে সঠিক বিচার পায়, আর যেনো আমার দিদির মতো কাউকে হারাতে না হয়। সবাই আজ এক সাথে আরিয়ান এর পাশে দাঁড়ায় ,
রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা