পাটগ্রাম প্রতিনিধি
প্রেম ভালোবাসার কিছুদিন পর এবার প্রেমিক রাকিবুজ্জামান রাকিব( ২৫) পিতা আঃ রহিম ৬ নং ওয়ার্ড শিংগের বাড়ি,পাটগ্রাম ইউনিয়ন পাটগ্রাম লালমনিরহাট। বিয়ের দাবিতে অনশন করছেন মোছাঃ সাম্মি আক্তার মুন্নি ২২ পিতা মোঃ সিরাজুর রহমান মাতা মোছাঃ জুলেখা বেগম গ্রাম রসুলগঞ্জ পাটগ্রাম ৫ নং ওয়ার্ড থানা পাটগ্রাম জেলা লালমনিরহাট। দীর্ঘদিনের প্রেমের দাবিতে ছুটে আসে মুন্নি প্রেমিকের বাড়িতে এসে দেখেন ছেলে নেই তার বাড়িতে । মুন্নিকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ব্লক করে দিলে । সে পৃথিবীর মায়া ত্যাগ করার জন্য আত্মহত্যার পথ বেছে নেন এবং অতিরিক্ত ঘুমের ট্যাবলেট খেয়ে অজ্ঞান হয়ে পড়েন। একটু সুস্থ হলে ছুটে আসে তার প্রেমিকের খোঁজে রাকিব এর বাড়িতে, প্রেমিকা মুন্নি সাংবাদিকদের জানান আমি অন্য কিছু চাই না আমি রাকিবের সাথে ঘর সংসার করতে চাই। তার সাথে ঘর সংসার না হলে আমি আমার জীবন বিসর্জন দিয়ে দিব।