বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি-
বাকেরগঞ্জে উদ্যোক্তা সুমা বেগমের ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী রুবেল বাহিনী হামলা-ভাংচুর ও লুটপাট করেছে। হামলার শিকার গুরুতর আহত সুমা বেগম (৩২) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
রবিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টার সময় বাকেরগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ডে উদ্যোক্তা সুমা বেগমের “স্বপ্ন সিড়ি ফ্যাশন” ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উদ্যোক্তা সুমা বেগমের মা মোসাঃ নাসিমা বেগম বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
হাসপাতাল ও অভিযোগ সুত্রে জানা যায়, নারী উদ্যোক্তা সুমা বেগম বাকেরগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ডের রুনসী এলাকায় “স্বপ্ন সিড়ি ফ্যাশন” নামক উদ্যোক্তা প্রতিষ্ঠানের গার্মেন্টস এর মালামাল পোশাক তৈরীর কাজ করিয়া জীবিকা নির্বাহ করেন। একই এলাকার হাবিব হাওলাদারের সাথে জমিজমা নিয়ে তার বিরোধ চলে আসছে। উক্ত বিরোধকে কেন্দ্র করিয়া হাবিব হাওলাদারের পুত্র রুবেল হাওলাদার সুমা ও তার স্বামীকে মারধর খুন জখম ও বাড়িঘরে হামলা ভাঙচুর করিবে বলিয়া বেশ কয়েকবার হুমকি দেয়। রবিবার সন্ধ্যা ৬ টার সময় সন্ত্রাসী রুবেল হাওলাদার, তার বোন কুলসুম বেগম ও হালিমা বেগম অজ্ঞাতনামা ৪-৫ জন ভাড়াটে মাস্তান ও হাতে দা, লোহার রড ও লাঠিসোঠা নিয়া পরিপরিকল্পিতভাবে তার বসতঘরের পোষাক কারখানার মধ্যে অনধিকার প্রবেশ করে অশালীন ভাষায় গালিগালাজ করে এবং রুমে থাকা শোকেস পিটিয়ে ভাঙচুর করে। হামলাকারীরা কারখানার ড্রয়ার ভেঙ্গে নগদ দুই লক্ষ টাকা এবং ৯০ হাজার টাকা মূল্যের স্বর্ণের চেইন ছিনাইয়া নিয়া যায়। সন্ত্রাসী রুবেল নারী উদ্যোক্তা সুমা বেগমের সেলোয়ার কামিজ টানা হেচরা করিয়া ছিড়িয়া তাহার শ্লীলতাহানি ঘটায়। স্থানীয়রা তার ডাক চিৎকার শুনে এসে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেন।
উদ্যোক্তা সুমা বেগম জানান, তিনি জীবনে অনেক কষ্ট করে একাধিক এনজিও থেকে লোন নিয়ে তার এ প্রতিষ্ঠান দাঁড় করিয়েছেন। রবিবার সন্ত্রাসী রুবেলরা তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালিয়ে নগদ দুই লক্ষ টাকা লুট ও ভাংচুর চালিয়ে লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করেছে। এমনকি হামলাকারী সন্ত্রাসী রুবেল তাকেসহ পরিবারকে খুন জখমের হুমকি দিচ্ছে। এতে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।