মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহ বিভাগীয় শহরের চরপাড়া মোড় এলাকার ফুটপাত দখল করা অবৈধ দোকান উচ্ছেদ করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর ভ্রাম্যমান আদালত।
আজ ২৩ সেপ্টেম্বর সোমবার দুপুর ১২ টায় পরিচালিত এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মাজহারুল ইসলাম।এ সময় অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করা প্রায় ৩০ টি দোকান উচ্ছেদ করা হয়।
এছাড়াও এ অভিযানে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা চরপাড়ার দুটি হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশের জন্য মোট ১০ হাজার টাকা জরিমানা করেন এবং রাস্তা দখল করে অসচেতন পার্কিং এর জন্য দুই মোটরসাইকেল মালিককে মোট ১ হাজার টাকা জরিমানা করেন।
অভিযানকালে স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবাল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বহিনীর সদস্য ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।