আজ ২৩শে সেপ্টেম্বর সোমবার, মেদিনীপুর জেলার পাঁশকুড়ায় আজ ছদিন ধরে জলবন্দী মানুষ কাঁসাই নদী ভেঙ্গে, দশটি গ্রাম ওই এলাকায় প্লাবিত, বহু মানুষ জলবন্দী অবস্থায় রয়েছে, এখনো পর্যন্ত মানুর গ্রামে বাঁধ মেরামতি সম্ভব হয়নি।
তাই জল নিকাশির জন্য মঙ্গলদ্বারি গ্রামে ১৬ নম্বর জাতীয় সড়কের পাশ দিয়ে জল নিকাশির ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগ নিল জেলা প্রশাসন, যাহার ফলে মঙ্গলদ্বারি এলাকায় জাতীয় সড়কের পাশে বেশ কিছু দোকান ও ভাঙার উদ্যোগ নিয়েছে প্রশাসন। ওই সকল দোকান ভেঙ্গে, ওই এলাকা দিয়ে জল নিকাশির ব্যবস্থা করবে প্রশাসন।
যাহার ফলে বিকেল থেকে বিশাল পুলিশ বাহিনী নিয়ে দোকান ভাঙ্গার উদ্যোগ গ্রহণ করেছে, প্রশাসনের তরফ থেকে এই উদ্যোগে বন্যা দুর্গত দোকানদারেরা রীতিমতো ক্ষোভ প্রকাশ করে, তাদের বক্তব্য একদিকে বন্যার চরম ক্ষতি বাড়ি থেকে কৃষি জমি, এরপরে মাত্র এক ঘন্টার নোটিশে দোকান ভাঙ্গা শুরু করে, যদি একদিন সময় দেয়া হতো তাহলে দোকানদারেরা মালপত্র সরিয়ে নিতে পারতো, এর ফলে অনেক বেশি ক্ষতির সম্মুখীন হলেন দোকানদারেরা, যদিও
প্রশাসনের তরফ থেকে জানা গেছে ,মঙ্গলদ্বারি বাস স্ট্যান্ড এলাকায় পুরানো স্রুইস ছিল, দোকানপত্র করে তা বন্ধ করে দিয়েছে, আজ ওই এলাকার দোকান পত্র ভেঙ্গে পুরানো স্রুইসের পুন উদ্ধার করা হবে এবং এই স্রুইস দিয়ে প্রায় দশটি গ্রামের জমে থাকা জল বের করানো সম্ভব হবে বলে জানান।
রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস