উজ্জ্বল কুমার সরকার নওগাঁ
নওগাঁর পোরশায় গাঙ্গুরিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৯টায় সংশ্লিষ্ট ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে আমদা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি তারেক রহমান।
প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা পশ্চিম জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মাওলানা হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সাধারন সম্পাদক ও সাবেক ছাত্র শিবিরের নওগাঁ জেলা সভাপতি শরিফুল ইসলাম। এসময় উপজেলা জামায়াতে ইসলামীর সহ-সাধারন সম্পাদক ইয়াদুল হক। সমাবেশে জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।