মোঃ আব্দুল হাই (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের কালাই উপজেলার বেসরকারী মাধ্যমিক (স্কুল ও মাদ্রাসা) শিক্ষা পরিবার এর আয়োজনে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে কালাই বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ রাইহান উদ্দিন এর নেতৃত্বে বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে মানববন্ধন ও অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান বরাবর সকল অধ্যক্ষ- শিক্ষকসহ স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন হাতিয়র কামিল মাদরাসার অধ্যক্ষ আমিনুল ইসলাম,থুপসাড়া সেলিমিয়া দাখিল মাদ্রাসার সুপার মোঃ মতিউর রহমান, মোলামগাড়ীহাট বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ মোসাদ্দেক হোসেন, পুনট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মতিউর রহমানসহ অনেকে।
এসময় উপস্থিত ছিলেন শান্তিনগর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিন, চশমায়ে উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ মোহসেন আলী, থুপসাড়া সেলিমিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ নাজমুল হক শামীম, শিকটা আব্দুল গফুর দ্বিমুখী দাখিল মাদ্রাসার এবতেদায়ী মৌলভী মোঃ ইউনুস আলীসহ বিভিন্নস্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ।