আব্দুস সামাদ
( লালমনিরহাট) জেলা প্রতিনিধি
লালমনিরহাট জেলায় নবাগত যোগদান কৃত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এইচ এম রকিব হায়দার এর সাথে পাটগ্রামের সরকারি কর্মকর্তা,শিক্ষক,রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্র সমন্বয়ক,বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ধর্মীয় প্রতিনিধি,ব্যবসায়িক প্রতিনিধি, বিশিষ্ট জনের সাথে পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৪ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে পাটগ্রাম উপজেলার শহীদ আফজাল হোসেন মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপির পাটগ্রাম উপজেলা আহ্বায়ক আলহাজ্ব আব্দুল করিম প্রধান,জাতীয়তাবাদী দল বিএনপি পাটগ্রাম পৌর সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল, সাধারণ সম্পাদক আলহাজ্ব হাফিজুল হক প্রধান,জাতীয়তাবাদী দল বিএনপি উপজেলা যুগ্ম আহবায়ক সপিকার রহমান, যুগ্ম আহবায়ক ও পানবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়ালিউর রহমান সোহেল,বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলা আমীর আলহাজ্ব আতাউর রহমান, পাটগ্রাম আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন সাজু, বাংলাদেশ জামায়াতে ইসলামী পাটগ্রাম উপজেলা আমীর অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ,পৌর আমির মাসুদ আলম,শিবিরের সাবেক সভাপতি, সাবেক ছাত্র নেতা সোহেল রানা, পাটগ্রাম এর প্রধান ছাত্র সমন্বয়ক গোলাম আজম,প্রেসক্লাবের সভাপতি ইফতেখার আহমেদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সবুজ, আব্দুস সামাদ প্রমুখ।