মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহের ফুলপুর থানা পুলিশের অভিযানে ফুলপুর বাস স্ট্যান্ড সংলগ্ন গোল চক্কর এলাকা হতে ১৬৬ বস্তা ভারতীয় জিরা সহ দই চোরাকারবারীকে গ্রেফতার করেছে।
আজ২৪সেপ্টেম্বর মঙ্গলবার ভোররাতে পুলিশের বিশেষ অভিযানে ১৬৬ বস্তা ভারতীয় জিরা যার ওজন ৪৯৮০ কেজি ও আনুমানিক বাজার মূল্য প্রায় তিন লক্ষ টাকাসহ
গ্রেফতারকৃত চোরাকারবারীরা হলেন মনসুর আলী ও মনোয়ারা খাতুনের ছেলে মমিনুল্লাহ (২৫) ও মিলন মিয়া ও বানেছা খাতুনের ছেলে ইমন মিয়া( ২১)।সকলেই হালুয়াঘাটের আকন পাড়া গ্রামের বাসিন্দা।
ফুলপুর থানার নব যোগদানকৃত অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হাদী এ ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান এ বিষয়ে থানায় একটি মামলার অজু করা হয়েছে ও গ্রেফতারকৃত আসামিদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।