1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
সৈয়দপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ১১:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
সংবিধান বিতর্ক ও কাঙ্ক্ষিত বাংলাদেশ- মোঃ আসাদুজ্জামান রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়ন পরিষদে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন ময়মনসিংহে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ দক্ষিণ জেলা সম্মেলন অনুষ্ঠিত প্রথমবারের মত থানচি প্রেসক্লাবের মরণোত্তর গুণীজনদের সংবর্ধনা প্রদান: গোপালগঞ্জের বিসিক উদ্যোক্তা মেলা-২০২৫ এর শুভ উদ্বোধন চন্দ্রকোনার জাড়া গ্রামে সখের কাকাতুয়াকে বাঁচাতে গিয়ে, পুকুরে জলে তলিয়ে গেল যুবক উখিয়ায় ট্রাক ও বাইকের সং*ঘ*র্ষে নি*হ*ত ১ আ*হ*ত ২ নাগেশ্বরীতে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার শাহজাদপুরে বাঘাবাড়ি মিল্ক ভিটার নতুন কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা

সৈয়দপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭০ বার পড়া হয়েছে

তৌসিফ রেজা (বিশেষ প্রতিনিধি) :

নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার এক প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজিব আহসান বলেছেন, ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে টিকতে না পেরে স্বৈরশাসক আওয়ামীলীগের পতন হলেও তাদের ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। ৫ আগস্ট ছাত্র জনতার বিজয়ের সফলতায় স্বৈরাচারী  আওয়ামীলীগের মাথা খারাপ হয়ে গেছে। তারা দেশকে অস্থিতিশীল করতে একের পর এক ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তাই দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আওয়ামী লীগের সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। এজন্য বিএনপির নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের সকল নেতাকর্মীকে সজাগ থেকে ঐকবদ্ধ হয়ে সাংগঠনিক তৎপরতা চালিয়ে যেতে হবে।  মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি ওইসব কথা বলেন। সৈয়দপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে শহরের পার্বতীপুর সড়কস্থ সুলতাননগরে  ড্রিম প্লাস হোটেল এন্ড রিসোর্টে সেন্টারের সম্মেলন কক্ষে ওই প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।

সৈয়দপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও পৌর কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল আহসান, সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সদস্য বিলকিস ইসলাম স্বপ্না, সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর শাহীন আকতার শাহীন ও বিএনপি নেতা প্রভাষক শওকত হায়াত শাহ প্রমুখ। স্বেচ্ছাসেবক দল সৈয়দপুর রাজনৈতিক জেলা কমিটির সাধারণ সম্পাদক এম এ পারভেজ লিটনের সঞ্চালনায় সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য বলেন জেলা বিএনপির প্রচার সম্পাদক আবু সরকার, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন টিটু, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি মোশাররফ হোসেন ও মোহাম্মদ আলী,যুগ্ম সম্পাদক ও পৌর কাউন্সিলর ফরহাদ হোসেন এবং আরমান হোসেন,  সাংগঠনিক সম্পাদক আসলাম মল্লিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ময়নুল হক চৌধুরী, শহর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এ্যাড. জয়নুল আবেদীন, জেলা যুবদলের আহবায়ক তারিক আজিজ, যুগ্ম আহবায়ক সুজাল খান সাজু, জেলা কৃষকদলের সাধারন সম্পাদক সাদেদুজ্জামান দিনার , জেলা ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান,  জেলা মহিলাদলের সভাপতি রওনক জাহান রেনু, সাধারণ সম্পাদক রুপা বেগম, কিশোরগঞ্জ উপজেলা কৃষকদলের সহ সভাপতি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের অন্যতম নেতা বিশ্বাস বাবু প্রমুখ। প্রতিনিধি সভায় বক্তারা বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগের পতনে দলের প্রাথমিক বিজয় হয়েছে। চূড়ান্ত বিজয়ের জন্য বিএনপির নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বক্তারা বলেন, আওয়ামী লীগের ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। তারা যাতে কোন ষড়যন্ত্র করে দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে না পারে সেজন্য সকলকে সজাগ থাকতে হবে। বক্তারা বলেন, আগামিতে বিএনপি যে আন্দোলন কর্মসূচির ডাক দিবে তাতে ঝাপিয়ে পড়তে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি