মো লুৎফুর রহমান রাকিব কুমিল্লা জেলা প্রতিনিধি
গত মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর ২০২৪) সকাল ১১টায় হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের চট্রগ্রাম হাইওয়ে সার্কেলের অন্তর্ভুক্ত পটিয়া ক্রসিং হাইওয়ে থানা পরিদর্শন করেন হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের এডিশনাল ডিআইজি অপারেশনস (পূর্ব বিভাগ) মীর মোদ্দাছ্ছের হোসেন। তিনি অত্র থানার সামনের গোলচত্তরে এবং দুপুর ১২টায় শান্তির হাট নামক স্থানে পরিবহন সেক্টরের মালিক ও শ্রমিক নের্তৃবিন্দ, ড্রাইভার, রিক্সা চালক ও ছাত্র জনতার সাথে মতবিনিময় ও জনসংযোগ করেন। পরবর্তীতে তিনি একই দিনে দুপুর ২টায় হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের দোহাজারী হাইওয়ে থানা পরিদর্শন করেন এবং অত্র থানার সম্মেলন কক্ষে স্থানীয় সকল শ্রেণী পেশার গণ্যমান্য ও সাধারণ জনগণ, পরিবহন মালিক শ্রমিক নের্তৃবিন্দ, ছাত্র জনতার উপস্থিতিতে কমিউনিটি পুলিশিং মিটিং সংক্রান্তে মতবিনিময় পূর্বক কমিউনিটি পুলিশিং কমিটি গঠন ও তার কার্যক্রম সংক্রান্তে মূল্যবান বক্তব্য প্রদান করেন। এসময় পূর্ব বিভাগের এডিশনাল ডিআইজি অপারেশনস মীর মোদ্দাছ্ছের হোসেন পরবর্তীতে স্থানীয় পরিবহন সেক্টরের নের্তৃবৃন্দের সাথে আলাদাভাবে কথা বলেন এবং হাইওয়ে পুলিশের কার্যক্রমে সহযোগিতা করতে বিশেষ ভাবে গুরুত্ব আরোপ করেন। থানা পরিদর্শনের সময় তিনি সংশ্লিষ্ট সকল থানার অফিসার-ফোর্সের বক্তব্য গভীর মনোযোগ সহকারে শ্রবণ করেন এবং তাদের কল্যাণে তিনি সবসময় সহযোগিতা করার বিষয়টি গুরুত্বের সাথে বলেন। এসময় এডিশনাল ডিআইজি সংশ্লিষ্ট থানা মেস, ফোর্সেস ব্যারাক, থানা প্রাঙ্গণ এবং মামলার আলামত সমূহ নিজে সরেজমিনে পরিদর্শন পূর্বক প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। তিনি নিজে মহাসড়কে এসে গাড়ির কাগজপত্র চেক করেন এবং কমিউনিটি পুলিশিং কমিটি দ্রুতই পুন:গঠন করে সংশ্লিষ্ট কমিউনিটিকে হাইওয়ে পুলিশের কার্যক্রমে ইনভলভ করে সুশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থাপনা ও দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সকল সার্কেল এএসপি ও অফিসার ইনচার্জদের দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা হাইওয়ে সার্কেলের সহকারী পুলিশ সুপার ও চট্রগ্রাম সার্কেল এর অতিরিক্ত দায়িত্বে থাকা সহকারী পুলিশ সুপার মাসুম সরদার, পটিয়া ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ, দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ, স্থানীয় পরিবহন সেক্টরের নের্তৃত্ব, স্থানীয় সকল শ্রেণী ও পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাধারণ জনগণ, ছাত্র জনতা এবং সংশ্লিষ্ট থানার অন্যান্য সকল পদমর্যাদার অফিসার-ফোর্স এবং ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ প্রমুখ।