মোঃ আফতাবুল আলম
রাজশাহী
রাজশাহী পবা উপজেলার মদনহাটি গ্রামের চাতরা নামক পুকুর পাশের আরেকটি পুকুর থেকে দুলাল নামের এক যুবকের লাশ উদ্ধার করেছেন পবা থানা পুলিশ । আজ বুধবার সকাল ৮ টার দিকে এলাকার লোকজন নিহত ব্যক্তির লাশটি পুকুরে ভাসতে দেখে, থানায় খবর দেন। খবর পেয়ে সেনাবাহিনীর একটি টিমসহ ও পবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম সঙ্গীও ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।প্রত্যক্ষ সূত্রে জানা যায়,নিহত ব্যক্তি হলেন পবা উপজেলা মদনহাটি গ্রামের দক্ষিণপাড়া আলিমুদ্দিনের ছেলে দুলাল হোসেন (৪৫) সে পেশায় একজন ভ্যান চালক। পরিবারের কাছ থেকে জানা যায় গত সোমবার সন্ধ্যা থেকে নিখোঁজ আমরা অনেক খোজা খুজি করেও তার সন্ধান পায়নি। গরু বিক্রি করে টাকা নিয়ে সেই দিন থেকে নিখোঁজ হন তিনি। এ বিষয়ে পবা থানা অফিসার ইনচাজ( ওসি) মনিরুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি বলেন লাশটি উদ্ধার করে থানায় নিয়ে এসে ময়না তদন্তের জন্য লাশটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।